কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধারাবাহিক পারফর্মার ছিলেন তিনি। ১৩ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে এবার সানরাইজার্স তাঁকে দলে নিয়েছিল। কিন্তু প্রথম তিন ম্যাচে একটিতেও রান পাননি ইংল্যান্ডের ব্যাটার। তবে নাইট রাইডার্সের বিরুদ্ধে জ্বলে উঠলেন। আর শুধু জ্বলেই উঠলেন না, ৫৫ বলে সেঞ্চুরি হাঁকালেন এই ডানহাতি ব্যাটার। এবারের আইপিএলে এটাই কোনও ব্যাটারের প্রথম শতরান। 


প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১৩ বলে ২১। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৪ বলে ৩ রান করেছিলেন। রান পাচ্ছিলেন না বলে তাঁর অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্নও উঠছিল। অবশেষে ব্রুক জ্বলে উঠলেন ক্রিকেটের নন্দনকাননে। এদিন নাইটদের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন ব্রুক। অন ড্রাইভ, অফ ড্রাইভ, লং ড্রাইভের সঙ্গে ছিল স্কুপ শটও। ৩২ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। প্রথমে মারক্রাম ও পরে অভিষেক শর্মাকে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন ব্রুক। শেষ পর্যন্ত ৫৫ বলে শতরান পূরণ করে অপরাজিত থেকে যান তিনি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ব্রুক। 


গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ব্রুকের। এরপর চলতি বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময় একটি অভিনব রেকর্ড গড়েন ব্রুক। প্রথম ব্যাটার হিসেবে টেস্টে মাত্র ৯ ইনিংসে ৮০০ রান করেন ইংল্যান্ডের এই ব্য়াটার। 


নিজের ইনিংসের পর ব্রুক বলছেন, ''স্পিনের বিরুদ্ধে আমার একটু দুর্বলতা রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম পাওয়ার প্লে-র অ্যাডভান্টেজ নিতে। মিডল অর্ডারে ধরে খেলার চেষ্টা করছিল। অন্যদিকে বাকিরা চালিয়ে খেলছিল। আমাদের বোলারদের ভাল বল করতে হবে। উইকেটে বল রাখতে হবে। আমাদের এখনও কাজ বাকি রয়েছে। আজ মাঠে আমার প্রেমিকা রয়েছে। পরিবারের বাকিরাও আমার জন্য খুশি হবেন আশা রাখি।''


এদিকে, ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছে কেকেআর। তবে হায়দরাবাদের ব্যাটিংয়ের পর কিছুটা চিন্তা কেকেআর শিবিরে থাকবেই। হ্যারি ব্রুক ও এইডেন মারক্রামের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বোর্ডে পাহাড়প্রমাণ ২২৮ রান তুলে নেয় কমলা বাহিনী। ৪ উইকেট মাত্র খুঁইয়েছে তারা। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি এল ইংল্যান্ডের হ্যারি ব্রুকের ব্যাট থেকে।