কলকাতা: বয়স মাত্র ১৯, তাতেই আইপিএল (IPL 2023) অভিষেক এবং অভিষেক ম্যাচে মাঠে নেমেই তিন উইকেট। শেষ ২৪ ঘণ্টাটা কলকাতা নাইট রাইডার্সের সুয়াশ শর্মার (Suyash Sharma) জন্য খানিকটা স্বপ্নের মতোই কেটেছে। তরুণ সুয়াশের পারফরম্যান্সে অভিভূত নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। সুয়াশের লড়াকু মানসিকতার প্রশংসায় দলের কোচ।
লড়াকু সুয়াশ
আরসিবির বিরুদ্ধে চার ওভারে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নেন সুয়াশ। তাঁর শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও কর্ণ শর্মা। ম্য়াচ শেষে কেকেআর কোচ বলেন, 'অনুশীলন ম্যাচে আমরা ওর বোলিং দেখেছি। ও কিন্তু দারুণ গতিতে বল করে। ওর বল বোঝা একেবারেই সহজ নয়। হ্যাঁ, ও এখনও অনভিজ্ঞ এবং অনেক জায়গাতেই ওকে উন্নতি করতে হবে, কিন্তু ওর মধ্যে এক লড়াকু মানসিকতা রয়েছে যা বেশ প্রশংসনীয়।'
এক সময় কেকেআর ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল। সেই চাপের মুখ থেকে দলকে বের করে আনেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিংহ। ১০৩ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। শার্দুল ৬৮ ও রিঙ্কু ৪৬ রানের ইনিংস খেলেন। এই দুই তারকার প্রশংসা করতেও ভোলেননি পণ্ডিত। 'এটা দারুণ জয়। দলের সকলেই দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। শুরুর দিকেই উইকেট হারানোর পরেও ২০০-র অধিক রান তোলাটা প্রশংসার যোগ্য। পিচ থেকে যে স্পিনাররা সাহায্য পাবে, সেটা জানতামই। তবে লড়াইটা করার জন্য রানের প্রয়োজন ছিল। শার্দুল ও রিঙ্কু দারুণভাবে প্রতিআক্রমণ করে।' বলেন নাইট কোচ।
শার্দুলের কৃতজ্ঞতা জাহির
তবে ২৯ বলে ৬৮ রানের ইনিংসের সুবাদে শার্দুল ঠাকুরকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। দুরন্ত ইনিংসের পর দলের কোচ, ম্যানেজমেন্টকেই ধন্যবাদ জানালেন ভারতের তারকা অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি নিজেই জানি না এটা কী ভাবে সম্ভব হল। স্কোরবোর্ডের নিরিখে আমরা কিন্তু চাপেই ছিলাম। তবে মাঠে নামার পর এতকিছু মাথায় থাকে না। এমন স্তরে ব্যাট করতে হলে দক্ষতার প্রয়োজন হয়ই, পাশাপাশি নেটে কড়া অনুশীলন করাটাও খুব জরুরি। কোচিং স্টাফ নেটে থ্রো-ডাউন দিয়ে আমাদের বড় শট খেলার জন্য তৈরি করেন। আর এখানকার পিচ তো বরাবরই ব্যাটারদের মদত করেই।'
আরও পড়ুন: দুর্দান্ত জয়ের পর শাহরুখের অনুরোধে সাজঘরে গায়কের ভূমিকায় রিঙ্কু, গাইলেন কেকেআরের অ্যান্থেম