সন্দীপ সরকার, কলকাতা: লকি ফার্গুসনের (Lockie Ferguson) সাংবাদিক বৈঠক সবে শেষ হয়েছে। তিনি লিফটে করে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের তিনতলা থেকে নীচে নামছেন। প্রায় সঙ্গে সঙ্গেই সিঁড়ি দিয়ে উঠে এলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের দুই সদস্য। হাতে মিষ্টির হাঁড়ি। রসের ভেতর সাঁতার কাটছে দুধ সাদা রসগোল্লা। কেকেআরের কনটেন্ট টিমের অন্যতম সদস্য ঋতম ভট্টাচার্য বলছিলেন, 'শনিবার নববর্ষ। তার আগের দিনই আমাদের ম্যাচ। তাও আবার কলকাতার বুকে। তার আগাম সেলিব্রেশন। দ্রে রাস (দলে আন্দ্রে রাসেলের ডাকনাম) রসগোল্লা পাঠিয়েছেন সকলের জন্য।'
শুনে বেশ অবাক হতে হল। রাসেল কি বাঙালি নববর্ষের কথা জানেন? পরে কেকেআর শিবির থেকেই ব্যাখ্যা করে দেওয়া হল। বলা হল, পয়লা বৈশাখ বিশেষভাবে পালন করার পরিকল্পনা নিয়েছেন নাইটরা। রাসেলও গোটা বিষয়টায় মজা পেয়েছেন। মিষ্টিমুখের পরিকল্পনাও পছন্দ হয়েছে তাঁর। সেই কারণে সকলের মধ্যে রসগোল্লা বিতরণ করা হল।
এর আগে রবীন্দ্র জয়ন্তী পালন করতে দেখা গিয়েছে কেকেআরকে। শহরের আবেগের সঙ্গে একাত্ম হতে চেয়ে উদ্যোগ নিতে দেখা গিয়েছে স্বয়ং কেকেআর মালিক শাহরুখ খানকে। ২০০৮ সালে, আইপিএলের জন্মবর্ষে পঁচিশে বৈশাখের জন্য ইডেনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কেকেআরের ম্যাচ। মমতা শঙ্করের ডান্স গ্রুপ পারফর্ম করেছিল ইডেনে। শাহরুখ স্বয়ং 'চিত্ত যেথা ভয়শূন্য' আবৃত্তি করেছিলেন। গোটা স্টেডিয়াম দেখেছিল কেকেআরের বাঙালি আবেগের সঙ্গে একাত্ম হওয়ার আন্তরিক প্রয়াস।
পরে অবশ্য কেকেআরে বাংলার ক্রিকেটারদের সুযোগ না দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে কলকাতার সঙ্গে আত্মিক যোগ তৈরির চেষ্টায় কোনও ফাঁক রাখছে না কেকেআর। তাই পয়লা বৈশাখকেও স্মরণীয় করে রাখতে চায় নাইট শিবির। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে বা পরে ধুতি-পাঞ্জাবি পরে কোনও চমক দেওয়া যায় কি না, রাতের দিকে শোনা গেল তা নিয়েও কেকেআর শিবিরে আলোচনা চলছে।
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে আরও একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। শোনা গেল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে যে ছবি দেখা যেতে পারে শুক্রবার সন্ধ্যা ৭.২৫ নাগাদ।