বেঙ্গালুরু: বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২১ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন 'রেকর্ড ম্যান' কোহলি। বিরাট কোহলি (Virat Kohli) নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।


৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক। 


এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা মাহমুদুল্লা। তিনিও মুশফিকুরের মতোই শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রচুর রান করেছেন। ঢাকার এই বিখ্যাত স্টেডিয়ামে মাহমুদুল্লা ১৩০টি ইনিংস খেলে ২৮.৭০ গড়ে ২৮১৩ রান করেছেন। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অ্যালেক্স হেলস ও তামিম ইকবাল রয়েছেন। হেলস এক স্টেডিয়ামে ২৭৪৯ ও তামিম ২৭০৬ রান করেছেন।


প্রসঙ্গত, বিরাট কোহলি এ বারের আইপিএলে কিন্তু ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরানসহ আট ম্যাচে মোট ৩৩৩ রান করে ফেলেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পরের ম্যাচেই তিনি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডিও পার করে ফেলতে পারেন। আপাতত কোহলির দখলে ২৩১টি আইপিএল ইনিংসে ৬৯৫৭ রান রয়েছে। 


চটলেন আর্চার


গত বছর চোটের জন্য একটি ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রেখে দিয়েছিল তাঁকে। চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে (Jofra Archer) নিয়ে প্রশ্ন উঠছে যে, আদৌ তিনি এবারও ফিট তো? গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারের পর বেশি করে সেই প্রশ্ন সবার মনে জাগে। এরই মধ্য়ে কানাঘুষো খবর ফাঁস হয় যে তিনি নাকি কনুইয়ের চোটের জায়গা অস্ত্রোপচার করতে বেলজিয়াম উড়ে গিয়েছেন। তবে পুরো বিষয়টাই যে ভুয়ো তা নিজের করা একটি ট্যুইটের মাধ্যমে জানিয়ে দেন ইংল্যান্ডের এই তারকা পেসার। 


আরও পড়ুন: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?