লখনউ: গতকাল আরসিবি বনাম লখনউ ম্য়াচের পর মাঠেই রেষারেষি হয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এত বড় টুর্নামেন্টে এভাবে ২ সিনিয়র প্লেয়ারের বাদানুবাদ ও তারপর একে অপরের দিকে তেড়ে গিয়ে বিবাদে জড়ানো কোনওভাবেই ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে না। তাই বিসিসিআইয়ের তরফে বিরাট ও গম্ভীর ২ জনকেই শাস্তি দেওয়া হল। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। আইপিএের এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর।'' একইসঙ্গে আইপিএলের ওই মিডিয়া রিলিজে জানানো হয়েছে, ''আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।'' নবীন উল হকের ৫০ শতাংশ কাটা হয়েছে ম্যাচ ফি-র।


উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেবারই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান ২ জনে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। ২ জনের যে সম্পর্কের বরফ গলেনি, তা বোঝা গিয়েছিল চলতি বছর আইপিএলে আরসিবি-লখনউ প্রথম সাক্ষাতেই। সেই ম্যাচ শেষে লখনউয়ের জয়ের পর বিরাটের দিকে ইঙ্গিত করে 'চুপ' থাকার ইশারা করেছিলেন গম্ভীর। গতকাল যেন তারই পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বিরাট। আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল লখনউয়ের ব্যাটিংয়ের সময়। মাত্র ১২৬ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরু থেকই আক্রমণাত্মক মেজাজে মাঠে ফিল্ডিং করছিলেন কোহলি। লখনউ বোলার নবীন উল হকের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান তিনি। বেশ কথা কাটাকাটিও হয়। এরপর ম্যাচ শেষ হতেই ফের একবার নবীনের সঙ্গে বিরাটের কথা কাটাকাটি হয়। ঠিক সেই সময়ই গম্ভীর ও বিরাটের মধ্য়েও বিবাদ শুরু হয়। পরিস্থিতি হঠাৎই বেশ গরমাগরম হয়ে ওঠে।