বেঙ্গালুরু: ষোড়শ আইপিএল (IPL 2023) দুর্দান্ত কেটেছে বিরাট কোহলির (Virat Kohli)। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ট্রফি খরা কাটেনি। ফের খালি হাতেই টুর্নামেন্ট শেষ হয়েছে আরসিবির। আইপিএল জয়ের স্বাদ থেকে বঞ্চিত কোহলিও। তবে ব্যাটার কোহলি ছিলেন অনবদ্য ছন্দে। জোড়া সেঞ্চুরি করেছেন টুর্নামেন্টে। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে ১৪ ম্যাচে ৬৩৯ রান কিংগ কোহলির।


তবে ব্যাটার কোহলির পাশাপাশি চর্চা শুরু হয়েছে তাঁর নতুন লুক নিয়েও। বাঁ কানে পিয়ার্সিং করিয়েছেন কোহলি। পরেছেন দুলও। বিরাটের যে লুক দেখা গিয়েছে রবিবার আরসিবি বনাম গুজরাত টাইটান্স ম্যাচে। যে ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি কোহলি। তবে তাঁর কানে দুল পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


জোড়া মরণ-বাঁচন ম্যাচ। আর দু'বারই ঝলসে উঠল রাজার অস্ত্র। জোড়া শতরান হাঁকিয়ে কিং কোহলি বুঝিয়ে দিলেন, তাঁর ব্যাটে এখনও বারুদের অভাব নেই। শুভমন গিলের দুর্ধর্ষ পাল্টা শতরানে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) কাছে ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বিদায় নিতে হলেও বিশের মঞ্চে এখনও বিরাটের ব্যাটিং-বিক্রম যে একই উচ্চমার্গের, সেটা বুঝিয়ে দিয়েছেন কোহলি। পাশাপাশি নিজের পারফরম্যান্স নিয়ে জানাতে গিয়ে বিরাট কোহলির বার্তা, 'ফুরিয়ে যাইনি'।


 






সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবি-র গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পরপর শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। জোড়া শতরানের সুবাদে আইপিএলের মঞ্চে সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন টি ২০ ক্রিকেটে প্রায় ১২ হাজার রানের মালিক বিরাট কোহলি। এবারের আইপিএলে ১৪ ম্যাচে দুটি শতরান ও ৬ টি অর্ধশতরানের সুবাদে ৬৩৯ রান করেছেন কোহলি। যার পরে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বলার সময় বিরাট বলেছেন, 'অনেকে মনে করেন টি ২০ ক্রিকেটে আমার পারফরম্যান্স পড়তির দিকে, আমি অবশ্য তেমনটা মনে করি না। আমার মনে হয় টি২০ ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্সটাই ফের মেলে ধরতে পারছি। বিশের মঞ্চে নিজের ব্যাটিং উপভোগ করছি। বরাবরই বাউন্ডারি তুলে নিতে মাঠে ফিল্ডারদের মধ্যে ফাঁক খুঁজে বেড়ানোর চেষ্টা করি। আর সুযোগ এলে ও ইনিংসের শেষে বড় শট খেলার চেষ্টা চালানো।'



আরও পড়ুন: মোহনবাগান সমর্থকদের মাঠে ঢুকতে বাধা? অভিযোগ ওড়াল কলকাতা নাইট রাইডার্স