হায়দরাবাদ: বৃহস্পতিবারের সন্ধ্যায় আইপিএলের মঞ্চ মাতালেন বিরাট কোহলি (Virat Kohli)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs RCB) ১৮৭ রান তাড়া করতে নেমে ৬২ বলে এক চোখধাঁধানো শতরান হাঁকালেন 'কিংগ কোহলি'। এটি আইপিএলে তাঁর ষষ্ঠ শতরান, যা ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত শতরান হাঁকালেও, কোহলির পাখির চোখ কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই (World Test Championship Final)।


ম্যাচ শেষে কোহলি সাফসাফ জানিয়ে দেন যে সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই কথা মাথায় রেখেই তিনি নিজের টেকনিক থেকে সরে গিয়ে কোনও পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দিতে চান না। কোহলি বলেন, 'আমি কখনও বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। এ বিষয়ে এডেনের (মারক্রাম) সঙ্গেও কথা বলছিলাম বটে। আমাদের তো বছরের ১২ মাসই খেলতে হয়। তাই আমি কোনও পরিস্থিতিতেই ভুলভাল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসতে চাই না। সামনেই তো টেস্ট ম্যাচ রয়েছে, তাই নিজের টেকনিকটা ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।'


ভারতীয় দল ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত ইংল্যান্ডের ওভাল মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হারের হতাশা দূর করে টেস্টে সেরা হওয়ার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে ভারত। অবশ্য যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো ভারতীয় তারকারা চোটের কবলে। এই ত্রয়ীর কেউই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না। তাই ফাইনালে নিজেদের একাদশে বেশ খানিকটা বদল করেই মাঠে নামতে হবে ভারতকে।


একগুচ্ছ রেকর্ড


সানরাইজার্স-আরসিবি ম্যাচে আইপিএল ইতিহাসে প্রথমবার দুই প্রতিপক্ষ দলের ক্রিকেটার একই ম্যাচে শতরান হাঁকালেন। সানরাইজার্সের হয়ে প্রথমে হেনরিক ক্লাসেন ১০৪ ও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ১০০ রানের ইনিংস খেলেন। ঘটনাক্রমে, এটি আইপিএল ইতিহাসে বিরাট কোহলির ষষ্ঠ শতরান। এই শতরানের ফলে তিনি ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলে সর্বোচ্চ শতরানের রেকর্ডের মালিক হয়ে গেলেন বিরাট। এর পাশাপাশি বিরাট-ফাফ ডুপ্লেসির ১৭২ রানেরপ পার্টনারশিপ সানরাইজার্সের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে কোনও প্রতিপক্ষ দলের ওপেনারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপও বটে।


আরও পড়ুন: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো