নয়াদিল্লি:  একমাত্র দল হিসাবে বিগত তিন মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আইপিএলের (IPL 2023) প্লে-অফে কোয়ালিফাই করলেও, এ মরসুমে প্রথম চারে থাকতে ব্যর্থ হয়েছে আরসিবি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হয়েই আরসিবির প্লে-অফের স্বপ্নভঙ্গ হয়। তবে ম্যাচে চোখধাঁধানো শতরান করে সকলেরই নজর কাড়েন বিরাট কোহলি (Virat Kohli)। তবে দলকে রক্ষা করতে পারেননি তিনি।


বিরাটের আবেগঘন বার্তা


হতাশাজনকভাবে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর এবার আরসিবি অনুরাগীদের জন্য এক আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এই মরসুমে আমরা বেশ কয়েকটি ভাল পারফরম্যান্স করলেও নির্ধারিত লক্ষ্য়ে পৌঁছতে আমরা ব্যর্থ হয়েছি। তবে হতাশ হলেও, আমাদের মাথা নীচু করলে চলবে না। প্রতিটি পদে আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ। কোচ, ম্যানেজমেন্ট এবং আমার সকল সতীর্থকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী মরসুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামব।'


 






ম্যাচে বিরাট কোহলির অপরাজিত ১০১ রানে ভর করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তোলে। জবাবে গুজরাত টাইটান্সের হয়ে ওপেনার শুভমন গিল (Shubman Gill) নাগাড়ে নিজের দ্বিতীয় আইপিএল ম্যাচে শতরান হাঁকান। তাঁর অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করেই পাঁচ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত। শুভমনকে অনেকেই ভারতীয় ক্রিকেটে বিরাটের উত্তরসূরি হিসাবেই দেখছেন। বিরাটের এই বার্তায় সেই শুভমনও কমেন্ট করেন। তিনি কিছু লেখেননি বটে, তবে মুকুটের একটি ইমোটিকন কমেন্টে লেখেন। বিরাট কোহলিকে 'কিংগ কোহলি' নামে সম্বোধন করা হয়। বিরাটই যে আসল রাজা, এই ইমোটিকনের মাধ্যমে সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছেন শুভমন।




টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি


আইপিএল শেষ হতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ঢাকে কাঠি পড়ে যাবে। হাতে বেশি সময়ও নেই। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই ইংল্য়ান্ডের মাটিতে প্রস্তুতি সারছেন। সূত্রের খবর, ভারতীয় দলের কিছু তারকা ক্রিকেটারও আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাতে পারেন। খবর অনুযায়ী দলের সঙ্গে নয়, আগেই ইংল্যান্ডে উড়ে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন ৭ ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।


আরও পড়ুন: সকালে ব্রাশ করার আগে কি জল পান করা উচিত ?