সন্দীপ সরকার, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে দুশো রানও আর নিরাপদ নয়। আইপিএলে গুচ্ছ গুচ্ছ ম্যাচ হচ্ছে। যেখানে প্রথমে ব্যাট করা দল দুশোর ওপর রান তুলছে। সমর্থকেরা ধরেই নিচ্ছেন যে, ম্যাচ জিতবে প্রিয় দল। কিন্তু শেষে দেখা যাচ্ছে উলটপুরাণ। ম্যাচ নিয়ে বেরিয়ে যাচ্ছে প্রতিপক্ষ। কখনও পাঁচ বলে পাঁচ ছক্কায় বাজিমাত হচ্ছে। কখনও শেষ বলে ওভার বাউন্ডারিতে। রবিবার ২১৪/২ তুলেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪ উইকেটে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস।
কী কারণে দুশো রানও আর নিরাপদ নয়? কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচ খেলতে পাঞ্জাব কিংস এখন কলকাতায়। এবিপি লাইভের (ABP Live) প্রশ্নে ম্যাচের আগে পাঞ্জাব কিংসের (Punjab Kings) ব্যাটিং কোচ ওয়াসিম জাফর (Wasim Jaffer) বলেছেন, 'পরিস্থিতি এখন অনেক বেশি ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। পরের দিকে শিশির পড়ছে বলে ব্যাটিং আরও সহজ হয়ে যাচ্ছে। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার এসে যাওয়াটাও একটা বড় ফ্যাক্টর। বোলারদের কাজটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার এসে যাওয়ায় দলগুলি অতিরিক্ত ব্যাটার খেলাতে পারছে। ব্যাটাররাও আগের চেয়ে অনেক বেশি ভয়ডরহীন ক্রিকেট খেলছে।'
আইপিএলে প্রথম দফার সাক্ষাতে কেকেআরকে হারিয়েছিল পাঞ্জাব। মোহালির সেই জয় কি এবারের ম্যাচের আগে পাঞ্জাবকে বাড়তি সুবিধা দেবে? জাফর তা মনে করেন না। জাতীয় দলের প্রাক্তন ওপেনার বলছেন, 'আমার অন্তত সেরকম মনে হয় না। কারণ ওটা ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তারপর থেকে দুই দলে প্রচুর পরিবর্তন হয়েছে। তাই সেই জয় আমাদের সুবিধা করে দেবে না। প্রত্যেকেই ভাল খেলছে।'
একই সুর শোনা গিয়েছে বেঙ্কটেশ আইয়ারের গলাতেও। পাঞ্জাব কিংস প্রথম সাক্ষাতে কেকেআরকে হারিয়েছে। সোমবারের দ্বৈরথকে কি প্রতিশোধ নেওয়ার ম্যাচ হিসাবে দেখছেন? এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেছেন, 'না ঠিক সেভাবে ভাবছি না। (হাসি) প্রথম সাক্ষাতে কিন্তু ম্যাচটা শেষ হয়নি। বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা যে জায়গায় ছিলাম, ম্যাচটা জিততেও পারতাম। এবারের ম্যাচে আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারলে আমরাই জিতব।'