সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) মানেই বল সাঁ সাঁ দৌড়বে। বাউন্স করবে। স্যুইং করবে। আর ঠোঁট চাটবেন জোরে বোলাররা। মুখে হাসি ফুটবে ব্যাটারদেরও। বল পড়ে ভালভাবে ব্যাটে আসা মানেই স্ট্রোকপ্লেয়ারদের স্বর্গ। মাঠ সংস্কারের পর গত প্রায় ৮ বছর ধরে ইডেনের চেনা ছবি এটাই। আইপিএলের প্রথম চার ম্যাচেও যে দৃশ্য দেখা গিয়েছে। চার ম্যাচের মধ্যে তিনটিতেই দুশোর ওপর রান উঠেছে। একটি ম্যাচেই দুশোর বেশি রান তুলতে পারেনি কোনও দল। কিন্তু সেই ম্যাচেও প্রথমে ব্যাট করে ১৭৯ তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। আর গুজরাত টাইটান্স ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।
ইডেনের সেই চেনা ছবি কি বদলে যাচ্ছে কেকেআর বনাম পাঞ্জাব কিংস (KKR vs PBKS) ম্যাচে? ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের অন্তত সেরকমই পূর্বাভাস। কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ হবে চার নম্বর পিচে। যে বাইশ গজে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিল কেকেআর। শার্দুল ঠাকুরের ব্যাটিং ঝড় আছড়ে পড়েছিল আরসিবি শিবিরে। ২০৪ রান তুলেছিলেন নাইটরা। ম্যাচও জিতে নিয়েছিলেন।
কেকেআর বনাম আরসিবি ম্যাচ হয়েছিল ৬ এপ্রিল। ঠিক এক মাস আগে। আর এই ৩০ দিনে পিচের চরিত্র বেশ কিছুটা বদলে গিয়েছে বলেই খবর। সুজন বলছিলেন, 'বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পিচে খুব বেশি জল দিতে পারিনি। উইকেট কিছুটা শুকনো থাকবে। ম্যাচ যত গড়াবে, স্পিনারদের জন্য সুবিধা থাকবে।'
আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?
যে খবর শুনলে কেকেআর শিবির পুলকিত হতে পারে। একটা সময় ছিল ইডেন মানেই নাইটদের ফর্মুলা ছিল প্রথমে ব্যাট করো। ১৪০ রান বোর্ডে তুলে দাও। তারপর মন্থর পিচে স্পিনের ফাঁদে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াও। যদিও পাল্টে যাওয়া উইকেটের চরিত্রের সঙ্গে ইডেনে কেকেআরের স্ট্র্যাটেজিও বদলে গিয়েছে। এখন পেসাররাও সমান গুরুত্ব পান নাইট শিবিরে। যদিও এবার মরসুমের শুরু থেকেই ছবিটা বেশ আলাদা। কিছুটা যেন পুরনো ঝলক। কেকেআরের এবারের সেরা অস্ত্র স্পিনাররাই। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মার স্পিন ত্রিফলা প্রতিপক্ষকে বিঁধলে কেকেআর জিতছে। ঘায়েল করতে না পারলে কেকেআর হারছে। নারাইন ছন্দে নেই। তবু তাঁর গুরুত্ব কমছে না। এমনকী, পাঞ্জাব কিংসের সহকারী কোচ ওয়াসিম জাফরও বলে যাচ্ছেন যে, 'নারাইন এই মরসুমে সেভাবে সফল না হলেও টুর্নামেন্টের অন্যতম সেরা।'
ইডেনে বল ঘুরতে শুরু করলে ফের টগবগিয়ে উঠবে নাইটদের স্পিন-অস্ত্র। প্লে অফে ওঠার রাস্তায় এখন স্পিন সঞ্জীবনীরই খোঁজে শাহরুখ খান-জুহি চাওলার দল।
আরও পড়ুন: ডায়েরিতে আত্মবিশ্লেষণ করে সফল ঈশান, ছাত্রের ব্যাটিং ঝড়ের রহস্য উন্মোচন করলেন কোচ