হায়দরাবাদ: হারের ধাক্কা সামলে আজ আরও একবার আইপিএলে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে। আজকের ম্যাচ তো অবশ্যই এমনকী আইপিএলে বাকি ম্যাচগুলোও কেকেআরের কাছে একপ্রকার ডু অর ডাই ম্যাচ। অন্যদিকে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছে সানরাইজার্সও। তাঁরাও চাইবে ঘরের মাঠে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে। 



আজকের ম্যাচ


আজ ৪ মে, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা?



আজকের খেলাটি হবে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দরাবাদে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে সানরাইজার্স বনাম নাইট রাইডার্স ম্যাচটি।


কেকেআরের বিরুদ্ধে এর আগে ইডেনে যখন শেষবার খেলতে নেমেছিল সানরাইজার্স, সেই ম্যাচে ২৩ রানে নাইটদের হারিয়ে দিয়েছিল মারক্রামের দল। সেই ম্যাচে হ্যারি ব্রুক শতরান হাঁকিয়েছিলেন। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অ্যাওয়ে ম্যাচে। এবার তাঁদের ঘরের মাঠে ম্যাচ। কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইবে মারক্রামের দল। 


কেকেআর ও সানরাইজার্স ২ দলই ঝুলিতে ৬ পয়েন্ট পুরেছে। কিন্তু দুটো দলেরই সমস্যা ধারাবাহিকতার অভাব। এই পরিস্থিতিতে আর একটা ম্য়াচ হার মানেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে হবে প্রায়। আগামী পাঁচ ম্যাচ বাকি রয়েছে কেকেআরের। সবগুলো ম্যাচই জিততে হবে নীতিশ রানার দলকে। 


লিটন দাসের বদলি জনসন চার্লস


মাত্র এক ম্যাচেই শেষ আইপিএল অভিযান ! কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে এবারের মতো আইপিএল অভিযান শেষ লিটন দাসের (Litton Das)। বাংলাদেশী কিপার-ব্যাটারের বিকল্প বেছে নিয়েছে কেকেআর। আইপিএল কর্তৃপক্ষ-র তরফে জানানো হয়েছে, জনসন চার্লসকে লিটনের পরিবর্ত হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে কেকেআর (KKR)।


ক্যারিবিয়ান কিপার-ব্যাটার জনসন চার্লসের (Johnson Charles) আন্তর্জাতিক অভিজ্ঞতাও যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি টি ২০ ম্যাচে খেলেছেন তিনি। ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপজয়ী স্কোাডের অন্যতম সদস্য চার্লস আন্তর্জাতিক আঙিনায় ৯৭১ রান করেছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি ২০ মিলিয়ে ২২৪ টি ম্যাচে খেলেছেন তিনি। রয়েছে ৫৬০০ রানও। ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে কেকেআর স্কোয়াডে যোগ দিচ্ছেন জনসন চার্লস।