কলকাতা: বহু টালবাহানার পর শাকিব আল হাসান (Shakib Al Hasan) জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন না। টুর্নামেন্ট শুরু হওয়ার পর শাকিব সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাকিবের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জেসন রয়কে (Jason Roy)। যিনি শনিবারই আমদাবাদে গিয়ে নাইট শিবিরে যোগ দিলেন।
কিন্তু বাংলাদেশের আর এক তারকা, লিটন দাস, তাঁর কী আপডেট? কবে আইপিএলে দেখা যাবে তাঁকে? আদৌ খেলবেন তো? নাকি শাকিবের মতোই সরে দাঁড়াবেন টুর্নামেন্ট থেকে?
গত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাইট সমর্থকদের মধ্যে। অনেকেই বেশ উদ্বিগ্ন হয়ে ভাবতে শুরু করেন যে, শেষ মুহূর্তে না লিটনও সরে দাঁড়ান আইপিএল থেকে।
অবশেষে শনিবার বড় ঘোষণা করল কেকেআর। জানিয়ে দিল, কবে শিবিরে যোগ দিচ্ছেন লিটন।
দেশের মাটিতে আয়ার্ল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছিলেন লিটন। ৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল ম্যাচ। তবে শনিবার, ম্যাচের চতুর্থ দিনই খেলার ফয়সালা হয়ে যায়। বাংলাদেশ ৭ উইকেটে হারিয়ে দেয় আইরিশদের। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে, তাহলে কি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিটনকে পেয়ে যাবে কেকেআর? শনিবারই কি ঢাকা থেকে আমদাবাদ পৌঁছে যাবেন লিটন?
যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেকেআর। নাইট শিবির থেকে বলা হয়েছে, রবিবার হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ বিকেলে। তাই লিটনের পক্ষে দলের সঙ্গে যোগ দিয়ে ম্যাচে নেমে পড়া কার্যত অসম্ভব। তাই আমদাবাদে যাচ্ছেন না লিটন। তিনি ঢাকা থেকে একেবারে কলকাতায় পৌঁছে যাচ্ছেন। এবং সেটা গুজরাত টাইটান্স ম্যাচের দিনই। রবিবার কলকাতায় এসে যাবেন লিটন। ১৪ এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পরের ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে লিটনকে পাওয়া যাবে বলে জানিয়েছে কেকেআর।
আরও পড়ুন: দু'ধরনের ১১টি পিচ! কেকেআরকে উইকেট নিয়ে বিভ্রান্ত করতে চাইছে হার্দিকের দল?