আমদাবাদ: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আজ থেকেই শুরু হচ্ছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচের মাধ্যমেই এ বারের আইপিএল শুরু হবে। বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কে সর্বাধিক রান করেছেন, কে নিয়েছেন সর্বাধিক উইকেট, এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসই বা খেলেছেন কে? এক নজরে সমস্ত খুঁটিনাটি।
দলগতভাবে সর্বাধিক রান
রাজস্থান রয়্যালস ২০১ বনাম দিল্লি ক্যাপিটালস, ২০১৪
রাজস্থান রয়্যালস ১৯১ বনাম পঞ্জাব কিংস, ২০১৫
পঞ্জাব কিংস ১৯১ বনাম রাজস্থান রয়্যালস, ২০১৫
মুম্বই ইন্ডিয়ান্স ১৭৮ বনাম রাজস্থান রয়্যালস, ২০১৪
রাজস্থান রয়্যালস ১৭৭ বনাম চেন্নাই সুপার কিংস, ২০১০
দলগত সর্বনিম্ন রান
রাজস্থান রয়্যালস ১০২ বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৪
পঞ্জাব কিংস ১২৯ বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২১
রাজস্থান রয়্যালস ১৩০ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০১৫
রাজস্থান রয়্যালস ১৩০ বনাম গুজরাত টাইটান্স, ২০২২
সানরাইজার্স হায়দরাবাদ ১৩৪ বনাম রাজস্থান রয়্যালস, ২০১৪
কলকাতা নাইট রাইডার্স ১৩৪ বনাম রাজস্থান রয়্যালস, ২০১০
ব্যক্তিগত সর্বাধিক রান
অজিঙ্ক রাহানে- ৩০৮
শেন ওয়াটসন- ১৯১
করুণ নায়ার- ১৬৫
সর্বাধিক উইকেট
প্রবীন তাম্বে- ৮
শেন ওয়াটসন- ৭
অক্ষর পটেল- ৬
এক ইনিংসে সর্বোচ্চ রান
জস বাটলার- ১০৬ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০২২
ময়ঙ্ক অগ্রবাল- ৯৯ বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২১
পৃথ্বী শ- ৮২ বনাম কেকেআর, ২০২১
সেরা বোলিং পারফরম্যান্স
ভুবনেশ্বর কুমার- ১৪ রানে চার উইকেট বনাম রাজস্থান রয়্যালস, ২০১৪
শেন ওয়াটসন- ১৩ রানে তিন উইকেট বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৪
হার্দিক পাণ্ড্য- ১৭ রানে তিন উইকেট বনাম রাজস্থান রয়্যালস, ২০২২
প্রসঙ্গত, করোনার বাঁধা কাটিয়ে এবার আবারও পুরনো হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। আয়োজিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও। একাধিক বলিউড তারকার পাশাপাশি অরিজিৎ সিংহেরও পারফর্ম করার কথা এই অনুষ্ঠানে। টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এ বার কেবল আইপিএল শুরুরই অপেক্ষা।
আরও পড়ুন: শুরুতেই জোড়া ধাক্কা, ম্যাক্সওয়েল-হ্যাজেলউডকে পাচ্ছে না আরসিবি, ক'ম্যাচে নেই তারা ?