কলকাতা: তাঁকে জাতীয় টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। তারপরই বোমা ফাটিয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তাঁকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেছেন। জানিয়ে দিয়েছেন, টেস্টে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ উইকেটকিপার হিসাবে কে এস ভরতকে ভাবা হচ্ছে। কার্যত মুখের ওপর দরজাটাই বন্ধ হয়ে গিয়েছিল যেন।


ঋদ্ধিমানের পর টেস্ট দল ছেঁটে ফেলা হয় অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকেও। পূজারা অবশ্য কাউন্টিতে রান করে দলে প্রত্যাবর্তন ঘটান। আইপিএলে দুরন্ত ছন্দে থাকা অজিঙ্ক রাহানেও টেস্ট দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ফেরানো হয়েছে রাহানেকে।


রাহানের প্রত্যাবর্তনের পর কি আপনিও মনে করেন ভাল খেললে জাতীয় দলে ফেরা সম্ভব? কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে ঋদ্ধিমান আপাতত কলকাতায়। নিজের শহরে। শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। তার আগের দিন ঋদ্ধিমান বলেছেন, 'রাহানের জন্য আমি খুশি। ও জাতীয় দলে ফিরেছে বলে ভাল লাগছে। তবে আমি শুধু আইপিএল নিয়েই ভাবছি। গুজরাত টাইটান্সের হয়ে ভাল খেলাতেই মনোনিবেশ করছি।'


ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এখন নিজের মাঠেও অতিথি। কারণ, আইপিএলে তাঁকে কেকেআর কবেই ব্রাত্যজনের দলে ফেলে দিয়েছিল। গত দুই মরসুম ধরে তিনি খেলছেন গুজরাত টাইটান্সে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও আর বাংলার প্রতিনিধিত্ব করেন না তিনি। সিএবি-র এক পদাধিকারী তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেন বঙ্গ উইকেটকিপার-ব্যাটার।


তবু শুক্রবার-শনিবার দিনগুলি তাঁর কাছে একটু আলাদা। বিশেষ তাৎপর্যের। কারণ, 'ঘরের মাঠে' ফিরেছেন ঋদ্ধিমান। যে মাঠ থেকে তাঁর সুপারম্যান হওয়ার যাত্রা শুরু হয়েছিল, ভারতীয় ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করার সূচনা হয়েছিল, সেই মাঠেই ম্যাচ খেলবেন। শিলিগুড়ির ক্রিকেটার অবশ্য ইডেনকে আর নিজের হোমগ্রাউন্ড বলতে চান না। কিছুটা অভিমানেই কি?


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ঋদ্ধি বললেন, 'ইডেন এখন আমার হোমগ্রাউন্ড নয়। আইপিএলে গুজরাতের হয়ে খেলি। মোতেরা এখন আমার ঘরের মাঠ। ইডেনে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি। তবে কলকাতা আমার শহর। প্রচুর ম্যাচ খেলেছি এই মাঠে। কেকেআরের বিরুদ্ধে জিততে মরিয়া থাকব।'                      


আরও পড়ুন: কোন ইনিংসটি জাতীয় দলে ধোনির জায়গা পাকা করেছিল? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল