মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সম্প্রতি ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। এবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। 


আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন দশেক সময়। তার আগে শুরু হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস। আর সোমবার সেই শিবিরে যোগ দিলেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে প্রথমবার মাঠে দেখা গেল হার্দিককে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাল মুম্বই ইন্ডিয়ান্স।


ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস জার্সি গায়ে হোটেলে প্রবেশ করছেন হার্দিক। তাঁকে আলিঙ্গন করেন দলের সাপোর্ট স্টাফেরা। তারপর দেখা যায় ঠাকুরের ছবিতে মালা পরিয়ে দিচ্ছেন হার্দিক। প্রদীপ জ্বালাতেও দেখা যায় বঢোদরার অলরাউন্ডারকে। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার নারকেল ফাটান। হার্দিক প্রসাদ বিতরণ করেন সকলকে। গোটা শিবিরে চলে মিষ্টিমুখ।


ড্রেসিংরুমেই মন্দির তৈরি করে নিয়েছেন হার্দিক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই তাঁর উত্থান। পরে অবশ্য তিনি দল পরিবর্তন করেন। মুম্বই তাঁকে রিটেন না করায় গুজরাত টাইটান্স নিলাম থেকে তাঁকে কিনে নিয়েছিল। গুজরাত বড় দায়িত্বও দেয় হার্দিককে। অধিনায়ক হন তিনি। এবং অধিনায়ক হিসাবে দুরন্ত সাফল্যও এনে দেন। প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলে নেমেই দলকে চ্যাম্পিয়ন করেন হার্দিক। 


তবে মুম্বই ইন্ডিয়ান্স এবার তাঁকে দলে ফিরিয়েছে। শুধু ফিরিয়েই নেয়নি, দিয়েছে গুরুদায়িত্ব। হার্দিকই এখন মুম্বইয়ের অধিনায়ক। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে মুম্বই। রোহিত রয়েছেন সাধারণ ক্রিকেটার হিসাবে। যা নিয়ে বিতর্কও কম হয়নি। এখন তো এ-ও আলোটনা হচ্ছে যে, রোহিত নাকি মুম্বই ছেড়ে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন। মহেন্দ্র সিংহ ধোনির পর রোহিত যে সিএসকে অধিনায়ক হতে পারেন, সেরকম জল্পনাও চলছে।


 






তবে হার্দিক বিতর্কেও অবিচল। দলকে ভাল কিছু উপহার দিতে তৈরি।  


আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে