মুম্বই: হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দলে নেওয়া নিয়ে কম জনঘোলা হয়নি। ১৫ কোটি টাকার বিনিময়ে গুজরাত টাইটান্স (Gujrat Titans) অধিনায়ককে নিজেদের দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির (Mumbai Indians)। কিন্তু একদিন যেতে না যেতেই ফ্র্যাঞ্চাইজির তারকা পেসার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সোশ্য়াল মিডিয়া পোস্ট নিয়ে ধোঁয়াশা বাড়ছে। নিজের ইনস্টাগ্রাম থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন এই ডানহাতি পেসার। মুম্বই শিবিরের, এমনকী ভারতীয় ক্রিকেট দলের প্রধান তারকা পেসার বুমরা কি তবে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চলেছেন? তবে কি রোহিতদের আইপিএল সংসারে ভাঙন ধরল?




 




উল্লেখ্য, বুমরার আইপিএল অভিষেক হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই। ২০১৩ সাল থেকেই এই দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ডানহাতি এই পেসার। চোট সারিয়ে ফিরে আসার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেছেন বুমরা। ভারতের টানা ১০ ম্য়াচ জয়ের নেপথ্যে শামির সঙ্গে বুমরার জুটি ভারতকে অনেক সাহায্য করেছিল। নিজে গোটা বিশ্বকাপে ২০ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি চোটের জন্য। তবে আগামী আইপিএলে পুরো ফিট হিসেবে মাঠে নামতে চলেছেন এই তারকা পেসার। কিন্তু তার আগে এই পোস্ট কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।


এদিকে, ২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ড্য। হার্দিক মুম্বইয়ে ফিরে যে বেশ খানিকটা আবেগপ্রবণ সেটা বুঝিয়ে সোশাল মিডিয়ায় ঘরে ফেরার বার্তা দিয়েছেন। অপরদিকে, আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্তারা 'হার্দিক স্বাগত' জানিয়েছেন তাঁকে। এর মাঝেই আবার প্রথমবার মুখ খুলেছে গুজরাত শিবির। ক্রিকেটমহলের গুঞ্জন ছিল, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়ার সুযোগ পেতে লাফিয়ে পড়ে সাফল্য পেয়েছে মুম্বই।


গুজরাত শিবিরকে আইপিএল খেতাব জেতানো অধিনায়ক দল ছাড়ার পর তাঁদের টিম ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, 'হার্দিক গুজরাত টাইটান্সের প্রথম দুই সফল আইপিএল মরশুমের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ওঁর ইচ্ছাকে টিম গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই'। হার্দিককে হারানোর পরে শুভমন গিলকে (Subhman Gill) অধিনায়ক ঘোষণা ও তাঁর নেতৃত্বে আইপিএলে ভাল পারফরম্যান্সের আশা প্রকাশও করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ফ্র্যাঞ্চাইজি। অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার অম্বানি গোষ্ঠী হার্দিককে ফেরানোর কাজ সফলভাবে করতে পেরে প্রবল উচ্ছ্বসিত বলেই সূত্রের খবর।