মেলবোর্ন: অজি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ (World Cup 2023) জিতেছেন। অ্য়ালান বর্ডার (Alan Border), স্টিভ ওয়া, রিকি পন্টিং (Rickey Ponting), মাইকেল ক্লার্কের সঙ্গে একই সারিতে নাম রয়েছে তাঁর। ভারতের মাটিতে ভারতকেই ফাইনালে হারিয়ে তাঁর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ ঘরে তুলেছেন। এখনও যেন স্বপ্নের মত প্যাট কামিন্সের (Pat Cummins) কাছে। তবে অজি অধিনায়ক মনে করেন গোটা ফাইনালে তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, যা তিনি সারাজীবন মনে রাখবেন তা হল বিরাট কোহলির উইকেট পাওয়া।
অজি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন, ''আমার মনে হয় বিরাট কোহলির উইকেট পাওয়াটা আমাদের কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ওঁকে আউট করার পর আমরা টিম হাডল করেছিলাম। সেই সময় স্মিথ বলে যে একবার গ্যালারির দিকে লক্ষ্য রাখতে। গ্যালারিতে তখন ১ লাখ ভারতীয় সমর্থক। কিন্তু একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল যে কোনও লাইব্রেরিতে সবাই চুপ করে বসে আছে। সেই মুহূর্তটা অনেকদিন মনে রাখব।'' উল্লেখ্য, খেলায় ভারতীয় ইনিংসের ২৮.৩ ওভারে কামিন্স একটি শর্ট লেংথের বল করেছিলেন। সেই বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন বিরাট। কিন্তু আচমকাই বিরাটের ব্যাটের কানায় লেগে তা স্ট্যাম্প ভেঙে দেয়। অর্ধশতরানের ইনিংস খেললেও ৬৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে।
উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪০ রানে আটকে গিয়েছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। ম্য়াচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ট্রাভিস হেড। ১২০ বলে ১৩৭ রানের অপরাজিত ইনিংসে হাঁকিয়েছিলেন ১৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। ফিল্ডিংয়ের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচ লুফে নেন হেড। তাঁকে ম্য়াচের সেরাও নির্বাচিত করা হয়েছিল। বল হাতে এদিন দুর্দান্ত পারফর্ম করেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ২ জনে মিলে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। ওয়ান ডে ম্যাচে টেস্টের ইনিংস খেলেও নজর কাড়েন লাবুশেন। ১১০ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করলেন লাবুশেন। ভারতের হয়ে সেদিন কে এল রাহুল ৬৬ ও বিরাট ৫৪ রান করেন।
উল্লেখ্য, ২০০৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল হেরে গিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার প্যাট কামিন্সের অজি শিবিরের কাছে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের মঞ্চেই হেরে গেল রোহিত শর্মার দল।