কলকাতা: আইপিএলের (IPL 2024) সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তার আগে প্রস্তুতি সেরে নিতে তৎপর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতিতে নেমে পড়লেন রিঙ্কু সিংহ, নীতীশ রানারা। 


১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করছে শাহরুখ খান-জুহি চাওলার দল। যে খবর প্রথম জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। ১৮ ফেব্রুয়ারি এবিপি লাইভ বাংলায় জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে চূড়ান্ত শিবির শুরু করবে কেকেআর। সেই খবরে অনুমোদন দিল নাইট শিবির। জানিয়ে দেওয়া হল, টুর্নামেন্ট শুরুর হওয়ার আগে ১৫ মার্চ থেকেই চূড়ান্ত শিবির করবে কেকেআর।


শুক্রবার নাইট শিবির থেকে এক বিবৃতিতে বলা হল, 'আইপিএলের আগে নবি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের সহকারী কোচ অভিষেক নায়ার তাই মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে একটা অস্থায়ী প্রস্তুতি শিবির করেছেন। তারপর ১৫ মার্চ কলকাতায় শুরু হবে চূড়ান্ত প্রাক মরশুম প্রস্তুতি শিবির।'


কেকেআর থেকে জানানো হল, মুম্বইয়ে এক সপ্তাহের প্রস্তুতি শিবিরে রয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, সূয়শ শর্মা, অনুকূল রায়, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, সাকিব হুসেন ও রমনদীপ সিংহ।


 






কলকাতায় এক সপ্তাহের চূড়ান্ত প্রস্তুতি শিবির করার নেপথ্যে রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। ১৫ মার্চ ক্রিকেটের নন্দনকাননে প্রস্তুতিতে নেমে পড়ছেন নাইটরা (KKR Practice)। যে শিবিরকে ট্রফি অভিযানে নামার আগে চূড়ান্ত মহড়া হিসাবে দেখছে শাহরুখ-জুহির দল। এবং যে শিবিরকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন স্বয়ং গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৪ সালে শেষ যেবার আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেবারও গম্ভীরই ছিলেন অধিনায়ক। ট্রফি ভাগ্য ফেরাতে এবার গম্ভীরকে ফিরিয়েছে কেকেআর।                                               


আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে