কলকাতা: আইপিএল শুরু হতে আর মাত্র মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে বড় রদবদল ঘটে গেল। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে খেলা ক্রিকেটারকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল।
গাস অ্যাটকিনসনের পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরাকে (Dushmantha Chameera) দলে নিল কেকেআর। ২০২৪ সালের আইপিএলে নাইট জার্সিতে দেখা যাবে চামিরাকে। সোমবার আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫০ লক্ষ টাকার ন্যূনতম দরে দলে নেওয়া হয়েছে চামিরাকে। এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছেন চামিরা। এর আগে কখনও আইপিএলে খেলেননি গাস অ্যাটকিনসন। ডিসেম্বর মাসের নিলাম থেকে এক কোটি টাকার বেস প্রাইসে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন চামিরা।
কাঁধের চোটে গত বছর খুব ভুগেছেন চামিরা। তবে ফিট হয়ে গিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি-টোয়েন্টিতে খেলেছেন সম্প্রতি। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেও শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন।
লোকসভা নির্বাচনের (Loksabha Poll) জন্য আইপিএলের (IPL 2024) দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। অপেক্ষা করা হচ্ছে লোকসভা ভোটের দিন ঘোষণার। মোটামুটিভাবে ঠিক হয়ে আছে, ২২ বা ২৩ মার্চ শুরু হবে ২০২৪ সালের আইপিএল। তবে সূচি চূড়ান্ত না হলেও, আইপিএলের দামামা বেজে গেল। চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খান-জুহি চাওলার (Shah Rukh Khan and Juhi Chawla) কলকাতা নাইট রাইডার্স। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৫ মার্চ ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমে পড়ছেন নাইটরা (KKR Practice)। যে শিবিরকে ট্রফি অভিযানে নামার আগে চূড়ান্ত মহড়া হিসাবে দেখছে কেকেআর শিবির। এবং যে শিবিরকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন স্বয়ং গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দীর্ঘ আট বছর ট্রফি হীন কেকেআর। ২০১৪ সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে। কিন্তু সেবারও ট্রফি ভাগ্য মুখ ফিরিয়ে থেকেছে। ২০২১ সালে ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কেকেআরের। ট্রফি ভাগ্য ফেরাতে এবার তাই গৌতম গম্ভীরের শরণাপন্ন হয়েছে কেকেআর। গম্ভীর গত মরশুমেও ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। এবার তাঁকে ভাঙিয়ে এনেছে কেকেআর। শোনা যায়, শাহরুখ স্বয়ং গৌতির সঙ্গে কথা বলে তাঁকে রাজি করিয়েছেন। তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৪ সালে শেষ যেবার আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেবারও গম্ভীরই ছিলেন অধিনায়ক।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: ভারতকে ভারতের মাটিতে হারানো সহজ নয়, হুঁশিয়ারির সুরে বলছেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।