কলকাতা: এবারের আইপিএলে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ান্সের। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল হার্দিক পাণ্ড্যর দল। গুজরাতের বিরুদ্ধে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয় পেল লখনউ সুপারজায়ান্টস। প্রথম পাঁচ উইকেট শিকার যশ ঠাকুরের। দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে দেখে নিন--


প্রথম জয় মুম্বইয়ের


ঘরের মাঠে প্রথমে ব্যাট করে রেকর্ড ২৩৪ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। লক্ষ্য ছিল চলতি আইপিএল মরশুমের (IPL 2024) প্রথম জয়। পৃথ্বী শ এবং ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে অনবদ্য লড়াই করেন বটে। তবে শেষমেশ তা কাজে দিল না। ২৯ রানে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। স্টাবস ২৫ বলে ৭১ রানে অপরাজিতই রয়ে গেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও সাতটা ছয়ে। 


গুজরাতের হার


এদিনের দ্বিতীয় ম্য়াচে লখনউ প্রথমে ১৬৩ রান বোর্ডে তুলেছিল ব্যাট করতে নেমে। মার্কাস স্টোইনিস অর্ধশতরান করেন। কিন্তু এই রানটা তাড়া করতে নেমেই ম্য়াচ ৩৩ রানে হেরে গেল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ১৬০ প্লাস স্কোর বোর্ডে তুলে সেই রান ডিফেন্ড করে প্রায় ১৩ বার ম্য়াচ জিতল কে এল রাহুলের (K L Rahul) দল। আর তার থেকেও বড় কথা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার গুজরাত টাইটানসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। পাঁচ উইকেট নিয়ে ম্য়াচের নায়ক তরুণ যশ ঠাকুর। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই ১৬৪ রান তাড়া করতে নেমে ১৩০ রানেই অল আউট হয়ে গেল শুভমন গিলের দল।


ট্রোলের শিকার বিরাট


রাজস্থানের বিরুদ্ধে জয়পুরে আইপিএল কেরিয়ারের অষ্টম শতরান হাঁকান বিরাট কোহলি। ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। আইপিএলের মঞ্চে এতগুলি শতরান হাঁকানোর রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। তবে শনিবার কোহলির শতরান আসে ৬৭ বলে, যা যুগ্মভাবে আইপিএল ইতিহাসের মন্থরতম শতরান। এরপরেই ইনিংসের মাঝপথে রাজস্থান রয়্যালসের একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সেই পোস্টে লেখা হয়, 'যেই পিচে দুশোর অধিক রান উঠার সম্ভাবনা ছিল, সেখানে ১৮৪ রানের লক্ষ্যটা কিন্তু বেশ ভালই মনে হচ্ছে।'


ইস্টবেঙ্গলের জয়


রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ২-১-এ হারিয়ে আইএসএলের সেরা ছয়ের মধ্যে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল এফসি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সল ক্রেসপো ও ক্লেটন সিলভার গোলে ম্যাচ জিতে নেয় লাল-হলুদ বাহিনী। সুনীল ছেত্রী সমতা আনলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। চলতি লিগে কোনও অ্যাওয়ে ম্যাচেই জিততে পারল না তারা। আইএসএল ইতিহাসে এই প্রথম পরপর দু’টি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। রবিবারের এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছ’নম্বরে উঠে এল কলকাতার দল। শেষ ম্যাচে তারা পাঞ্জাব এফসি-কে হারাতে পারলে ছ’নম্বরে থেকে তাদের লিগ শেষ করার সম্ভাবনা উজ্জ্বল।