হায়দরাবাদ: দীর্ঘ আট বছর হয়ে গিয়েছে ট্রফিহীন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ২০১৬ সালে শেষবার ট্রফি এসেছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে। তারপর থেকে আইপিএলে (IPL) আর কোনও সাফল্য নেই। নিজামের শহর এবার সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া। মরশুম শুরুর আগে কোচ থেকে শুরু করে অধিনায়ক, আমূল বদলের রাস্তায় হেঁটেছে সানরাইজার্স হায়দরাবাদ। কোচ করে আনা হয়েছে ড্যানিয়েল ভেত্তোরিকে। টম মুডির পরিবর্তে। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। এবার জার্সিও বদলে ফেলল হায়দরাবাদ। আইপিএল (IPL 2024) শুরুর ঠিক দু'সপ্তাহ আগে নতুন জার্সি উন্মোচন করল সানরাইজার্স হায়দরাবাদ।
কেমন হল হায়দরাবাদের নতুন জার্সি? বৃহস্পতিবার ভুবনেশ্বর কুমারের নতুন জার্সি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদ। জার্সির নামকরণ করা হয়েছে 'ফায়ারি হিট'। জার্সিতে কমলা আর কালো রংয়ের মিশেল। দৃষ্টি আকর্ষণ করছে সানরাইজার্স হায়দরাবাদের নতুন এই জার্সি। কমলা-কালো রংয়ের জার্সির সঙ্গে রয়েছে কালো ট্রাউজার্স। তার পাশে কমলা-কালো রংয়ের স্ট্রাইপ।
২০২৪ সালের আইপিএলে এই জার্সি পরেই খেলবেন প্যাট কামিন্স, ভুবনেশ্বর, উমরন মালিকরা। সানরাইজার্স হায়দরাবাদের জার্সির সঙ্গে ভীষণ মিল রয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত এসএ টোয়েন্টি লিগের দল সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সির। এইডেন মারক্রামের নেতৃত্বে পরপর দুবার - ২০২৩ ও ২০২৪ সালে এসএ টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবার কি সেই জার্সি গায়ে দিয়ে ভাগ্য ফেরাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?
সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ছবি দিয়ে লিখেছে, 'হায়দরাবাদের উত্তাপ ছড়িয়ে দিতে তৈরি। আইপিএল ২০২৪-এর জন্য আমাদের নতুন বর্ম। আগুন জ্বেলে খেলো।' নতুন জার্সি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকেরা আশাবাদী, নতুন জার্সিতে দিনবদল হবে প্রিয় দলেরও।