কলকাতা: এক দলের সমর্থকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে অন্য দলের টিকিটের দামের দ্বিগুণ! ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে এমন অভিযোগ তুলে এবার আইএসএল ডার্বি (ISL Derby) বয়কটের ডাক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।


ডার্বির টিকিটের দাম নিয়ে অভিযোগের পাহাড় জমছে। বলা হচ্ছে, ইস্টবেঙ্গল সমর্থকদের যে দামে টিকিট কিনতে হচ্ছে, মোহনবাগান সমর্থকদের খরচ করতে হচ্ছে তার দ্বিগুণ দাম। টিকিটের দামের বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট শিবির। ডার্বি বয়কটের ডাক দিল সবুজ মেরুন ক্লাব।


বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে ম্যাচ বয়কটের কথা। লেখা হয়েছে, 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ভারতের মাটিতে সেই ফুটবলকেই অবমাননার মুখে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব। এরকম ঘটনার নজির গোটা বিশ্বে আর নেই যেখানে বাইরের দলের সমর্থকদের ঘরের মাঠের সমর্থকদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হবে। বিখ্যাত কলকাতা ডার্বির ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা। ইস্টবেঙ্গল ক্লাবের এই অসম্মানজনক আচরণ খেলাটার সম্মানহানি করেছে এবং আমাদের অসংখ্য সদস্য ও সমর্থক, যাঁদের আমরা ক্লাবের স্তম্ভ মনে করি, তাঁদের আবেগকে আঘাত করেছে। এই পরিস্থিতিতে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের অখেলোয়াড়সুলভ মানসিকতার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, আইএসএলে যুবভারতী স্টেডিয়ামে আগামী ১০ মার্চের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ক্লাবের ডার্বি ম্যাচের টিকিট কেনা ও বিক্রি করা থেকে আমরা বিরত থাকব। ধরে নিতে পারেন, আনুষ্ঠানিকভাবে আমরা এই ম্যাচটাকে বয়কট করছি।'


ডার্বির টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে বুক মাই শো ওয়েবসাইটে। আইপিএলের টিকিট বিক্রির দায়িত্বেও থাকে এই সংস্থা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০০ টাকা (বি ১ ব্লক, বি ৩ ব্লক), ১৫০ টাকা (এ ১ ব্লক), ২০০ টাকা (সি ১ ব্লক, সি ৩ ব্লক), ২৫০ টাকা (বি ২ ব্লক), ৩০০ টাকা (এ ২ ব্লক) এবং ৪০০ টাকা (সি ২ ব্লক)। ভিভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য ১০০০ টাকা। মোহনবাগান সমর্থকদের রবিবারের ডার্বি দেখতে হবে ২৫০ (ডি৩), ৩০০ (এ১, ডি১), ৩৫০ (সি১, সি৩), ৪০০ (ডি২) এবং ৫০০ (এ২) টাকা দিয়ে টিকিট কেটে। মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম ১৫০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম ৩০০০ টাকা। এই নিয়েই ক্ষোভে ফুঁসছে সবুজ-মেরুন শিবির।


আরও পড়ুন: আইপিএল ২০২৪ শেষেই অবসর নিচ্ছেন দীনেশ কার্তিক?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে