নয়াদিল্লি: ব্যাট হাতে বড় বড় শট হাঁকাতে দক্ষ তিনি। এই কারণেই তাঁকে অনেকে 'বেবি এবি' বলেও ডাকেন। সেই ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) প্রত্যাবর্তন ঘটল আইপিএলে (IPL 2025)। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিলেন প্রোটিয়া তরুণ। অপরদিকে, গুজরাত টাইটান্সও (Gujarat Titans) চোট পাওয়া গ্লেন ফিলিপ্সের বদলি খুঁজে নিল। পরিবর্ত ক্রিকেটার হিসাবে যিনি যোগ দিলেন, তিনি গুজরাত সমর্থকদের কাছে পরিচিত নাম। ফিলিপ্সের বদলি হিসাবে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে (Dasun Shanaka) বেছে নিল গুজরাত। 

মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সি ছেড়ে সিএসকের হলুদ জার্সি বা তার উল্টোটা এর আগেও আইপিএলে বহুবার দেখা গিয়েছে। ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, আম্বাতি রায়াডুরা দুই দলের হয়েই আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম। ডেওয়াল্ড ব্রেভিস। তরুন প্রোটিয়া তারকা এর আগে ৮১টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। করেছেন ১৭৮৭ রান। আন্তর্জাতিক মঞ্চেও দুইটি ম্যাচ খেলেছেন ব্রেভিস। অতীতে আইপিএলে দশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তাঁকে সিএসকের জার্সিতে দেখা যাবে। গুরজণপ্রীত সিংহ আহত হওয়ায় তাঁর বদলেই হলুদ ব্রিগেডে যোগ দিলেন 'বেবি এবি'। তিনি এ মরশুমের জন্য ২.২ কোটি টাকা বেতন পাবেন।

 

অপরদিকে, শানাকাকে ফের একবার গুজরাত টাইটান্সের জার্সি গায়ে দেখা যাবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পয়েন্টে ঈশান কিষাণের শট বাঁচানোর সময় চোট পান ফিলিপ্স। সেই চোটের জেরেই গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে কিউয়ি অলরাউন্ডারকে। তাঁর পরিবর্ত হিসাবেই শানাকাকে বেছে নিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি।

 

অতীতে ২০২৩ সালেও তিনি গুজরাতের হয়ে আইপিএলে তিন ম্যাচ খেলেছেন। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে শানাকাকে বদলি হিসাবে এবার দলে নিল গুজরাত। আইপিএলে অভিজ্ঞতা কম হলেও, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু শানাকার অভিজ্ঞতা প্রচুর। প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক শতাধিক আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১৪৫৬ রান করেছেন, নিয়েছেন ৩৩টি উইকেট। এক অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাকে যে গুজরাত সই করিয়েছে, তা বলাই বাহুল্য।