বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলকে। এই বিধ্বংসী বাঁ হাতি ব্যাটসম্যান নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন। আজও প্রথমে তাঁকে নেয়নি কোনও দল। তবে তৃতীয়বার তাঁর নাম ওঠার পর বেস প্রাইস দু কোটি টাকায় দলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব।
দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্সও। প্রথমদিন ৯ কোটি ৬০ লক্ষ টাকায় টি-২০ স্পেশালিস্ট ব্যাটসম্যান ক্রিস লিনকে রেখে দেওয়ার পাশাপাশি ৯ কোটি ৪০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককেও দলে নেয় কেকেআর। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে রবিন উথাপ্পাকে ৬ কোটি ৪০ লক্ষ টাকায় ধরে রাখে শাহরুখ খানের দল। রবিনের পাশাপাশি আর-এক উইকেট কিপার- ব্যাটসম্যান দীনেশ কার্তিককেও নিয়েছে কেকেআর। ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কলকাতায় এলেন দীনেশ। ৫ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কুলদীপকে যাদবকেও ধরে রেখেছে কেকেআর।
আজ কলকাতার দলটি দু কোটি টাকা দিয়ে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল জনসনকে। ৩০ লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাভন সিয়ারলেসকে। তিন কোটি টাকায় কেকেআর-এ এলেন উত্তর প্রদেশের অলরাউন্ডার শিবম মাভি। উত্তর প্রদেশেরই ব্যাটসম্যান রিঙ্কু সিংহকে ৮০ লক্ষ টাকা দিয়ে এবং ২০ লক্ষ টাকা দিয়ে মহারাষ্ট্রের ব্যাটসম্যান অপূর্ব ওয়াংখেড়েকে নিল কলকাতা। পেসার বিনয় কুমারকে নেওয়া হয়েছে এক কোটি টাকা দিয়ে।
তৃতীয়বারে দল পেলেন গেইল, ২ কোটি টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতায় মিচেল জনসন
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2018 05:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -