আইপিএলের নিলামে আফগানিস্তানের ১৫ বছরের চায়নাম্যান স্পিনার নূরকে নিয়ে তুমুল আগ্রহ, ঝাঁপাতে পারে একাধিক দল
Web Desk, ABP Ananda | 16 Dec 2019 08:16 PM (IST)
ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিল নূর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাগিজা লিগে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছিল। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও আছে।
নয়াদিল্লি: ত্রয়োদশ আইপিএলের নিলামের আসর বসছে কলকাতায়। ১৯ ডিসেম্বর নিলামের টেবিলে উঠবেন দেশ-বিদেশের মোট ৩৩২জন ক্রিকেটার। এই নিলাম থেকেই কোটিপতি হওয়ার নজির রয়েছে অনামী, অখ্যাতদের। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোমাত্রায়। আর এ ব্যাপারে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে আফগানিস্তানের নূর আমেদ লাকানওয়ালকে নিয়ে। কে এই নূর আমেদ? আফগানিস্তানের বোলার। বয়স? মাত্র ১৫ বছর। চায়নাম্যান স্পিনার। রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাক পড়েছিল তার। এবং সূত্রের খবর, নূরকে দেখে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস শিবির। অন্যান্য দলও নূরকে নিয়ে আগ্রহ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। আইপিএলের এক দলের কর্তা বলেছেন, ‘নূর দারুণ প্রতিভা। চায়নাম্যান স্পিনার হওয়ায় অনেক দলই ওকে পেতে চাইবে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ওর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল যখন ভারত সফরে এসেছিল। ও বেশ পরিণত এবং আশা করছি অনেক দূর যাবে।’ অতীতে বরুণ চক্রবর্তী, কে সি কারিয়াপ্পার মতো আনকোরা নাম কোটিপতি হয়ে গিয়েছেন আইপিএলের নিলামে। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিল নূর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাগিজা লিগে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছিল। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও আছে। ১৯ ডিসেম্বর নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো ঝাঁপাতে পারে চায়নাম্যান নূরকে দলে পেতে। আর আইপিএল পেতে পারে কুলদীপ যাদবের পর ফের এক চায়নাম্যান-বিস্ময়।