Delhi Capitals Final Squad 2022: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫ তম মরশুমের মেগা নিলামে দারুণ মাইন্ড গেম খেলেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি ব্যাটার, বোলার ও অলরাউন্ডার খেলোয়াড়দের দারুণ একটি কম্বিনেশন তৈরি করেছে। দিল্লি নিলামে সবচেয়ে বেশি টাকায় দলে নিয়েছেন শার্দুল ঠাকুরকে। ফ্র্যাঞ্চাইজি এই অলরাউন্ডারের জন্য ১০.৭৫ কোটি টাকা খরচ করেছে।
এছাড়াও দিল্লি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শকে দলে নিয়েছে। এরসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার রোভম্যান পাওয়েলকেও দলে নিয়েছে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের ওপর ভরসা রেখেছে। তাঁদের মধ্যে রয়েছেন কমলেশ নাগরকোটি, চেতন সকারিয়া, রিপল পটেল, প্রবীণ দুবে ও সলিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালসের পুরো দল- অশ্বিন হেব্বার (২০ লক্ষ টাকা), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি টাকা), সরফরাজ খান (২০ লক্ষ টাকা), মিচেল মার্শ (৬.৫০ কোটি টাকা), কুলদীপ যাদব ( ২ কোটি টাকা), কমলেশ নাগরকোটি (১.১০ কোটি টাকা), কুলদীপ যাদব ( ২ কোটি টাকা), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা), কেএস ভরত (২ কোটি টাকা), মনদীপ সিংহ (১.১০ কোটি টাকা, খলিল আহমেদ (৫.২৫ কোটি টাকা), চেতন সাকারিয়া (৪.২০ কোটি টাকা), ললিত যাদব (৬৫ লক্ষ টাকা), রিপল পটেল (২০ লক্ষ টাকা), রোভম্যান পাওয়েল (২.৮০ কোটি টাকা), যশ ধূল (৫০ লক্ষ টাকা), প্রবীণ দুবে ( ৫০ লক্ষ টাকা), লুঙ্গি এনগিডি (৫০ লক্ষ টাকা), টিম সেইফার্ট ( ৫০ লক্ষ টাকা), ভিক্কি ওসওয়াল (২০ লক্ষ টাকা)
দিল্লির রিটেন খেলোয়াড়-এনরিখ নরখিয়া (৬.৫০ কোটি টাকা), অক্ষর পটেল ( ৯ কোটি টাকা), পৃথ্বী শ (৭.৫০ কোটি টাকা), ঋষভ পন্থ (১৬ কোটি টাকা)।
সবমিলিয়ে ভারসাম্য বজায় রেখে দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। গত কয়েক বছর ধরেই বেশ ভালো পারফর্ম করছে দিল্লি ক্যাপিটালস। এবার তারা কীভাবে নিজেদের মেলে ধরে সেদিকে নজর থাকবে সমর্থকদের।