দুবাই : বিশ্বকাপের আবিষ্কার রাচিন্দ্র রবীন্দ্রকে (Rachin Ravindra) ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসকে টপকে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটারকে ১.৮ কোটি টাকা দলে তুলে নিল মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দল। 


চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং (Stephen Fleming) যে দেশোয়ালি কিউয়ি বাঁ হাতি ব্যাটারকে দলে নিতে ইচ্ছুক সেটা বুঝিয়ে দিয়েছিলেন, নিলামের শুরুতেই। প্রথম থেকেই রাচিনের জন্য দর হাঁকতে শুরু করে চেন্নাই। প্রথমে তাদের লড়াই চলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। তারা সরে দাঁড়ালে পরের পর্বের লড়াই চলে পাঞ্জাব কিংসের সঙ্গে। যদিও শুরু থেকে শেষ পর্যন্ত টানা দর হেঁকে গিয়ে ৫০ লাখ বেস প্রাইসে নিলামে নামা রাচিন রবীন্দ্রকে দলে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। অলরাউন্ডার শার্দিল ঠাকুরকেও (Shardul Thakur) ৪ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই ব্রিগেড। ১৪ কোটি টাকায় অপর কিউয়ি ব্যাটার ডারিল মিচেলকেও দলে নিয়েছে সিএসকে।


প্রসঙ্গত, রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও ডেভন কনওয়ের (Devan Conway) জোরদার ওপেনিং জুটি রয়েছে চেন্নাই সুপার কিংসের। গত আইপিএলে (২০২৩) ধোনি ব্রিগেডকে ফের একবার খেতাব জিততে সাহায্য করেছিলেন তাঁরা। টপ অর্ডারেই তিন বা চার নম্বরে রাচিনকে খেলানোর ভাবনা যে পাক্তাপোক্ত করেই নিলামে নেমেছিল সিএসকে। সেটাই বোঝা গেল রাচিন রবীন্দ্রকে দলে তুলে নেওয়ায়। সিএসকে দলে রয়েছে আরও এক কিউয়ি মিচেল স্যান্টনারও। এমনিতেই আম্বাতি রায়াডু অবসর নেওয়ার পর সিএসকে-র ব্যাটিং অর্ডারে চার নম্বর স্থান ভরাট করার প্রয়োজন ছিল-ই।


কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন রাচিন রবীন্দ্র। কার্যত গোটা বিশ্ব ক্রিকেটকে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর আগমনের কথা। ১০ টি ইনিংসে ৫৭৮ রান করে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ওপরের দিকেই ছিলেন রাচিন। এখনও পর্যন্ত ১৮ টি টি২০ ম্যাচে খেলেছেন যিনি। যেখানে তাঁর ১৪৫ রান রয়েছে। প্রয়োজনে পার্ট টাইম স্পিন বোলিংও করতে পারেন রাচিন রবীন্দ্র।                                                                                             


 


সরাসরি দেখুন- আইপিএল নিলামের সব আপডেট


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে