মুম্বই: হাতে আর মাত্র এক সপ্তাহ। ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসছে আইপিএলের (IPL) নিলামের আসর। তার আগে ৩৩৩ ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইপিএল গভর্নিং কাউন্সিল। নিলামে যাঁদের নিয়ে দড়ি টানাটানি করবে দশ দল।


অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের তিন তারকা, ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড, অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্কের দর আকাশছোঁয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় থাকছেন বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া নিউজ়িল্যান্ডের ক্রিরেটার রাচিন রবীন্দ্র। তাঁরও প্রচুর দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ন্যূনতম দর মাত্র ৫০ লক্ষ টাকা রেখেছেন রাচিন।


প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে আবার দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ক্যাপড প্লেয়ারদের তালিকায় নামী ভারতীয় ক্রিকেটারেরা হলেন শার্দুল ঠাকুর, হর্ষল পটেল, মণীশ পাণ্ডে ও উমেশ যাদব।


নিলামের শুরুতেই তোলা হবে ক্যাপড প্লেয়ারদের। যাঁদের শুরুতে থাকবেন ব্যাটাররা। তারপর অলরাউন্ডার, উইকেটকিপার, ফাস্টবোলার ও স্পিনার - এভাবে ধাপে ধাপে হবে ক্রিকেটারদের নিলাম। একইভাবে নিলামে উঠবেন আনক্যাপড প্লেয়াররা।


গতবারের আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে তৃতীয় ছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। প্রথম সেটেই নিলামে উঠবেন তিনি। ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে আগেরবার তাঁকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ১১ ইনিংসে মাত্র ১৯০ রান করেছিলেন। যার মধ্যে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছু করেননি।


হেড গত ছয় আইপিএলে খেলেননি। তবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের পারফরম্যান্সের পর তাঁর দাম আকাশ ছুঁতে পারে। একাধিক দল তাঁকে পেতে ঝাঁপাবে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়েও নজরকাড়া পারফরম্যান্স হেডের।


আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইকে নিয়েও ঝড় উঠতে পারে নিলামে। ৫০ লক্ষ টাকা যাঁর ন্যূনতম দাম। ৩৫৩ রান করে তিনিই ছিলেন বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার।


দশ দলের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা রয়েছে গুজরাত টাইটান্সের হাতে। নিলামে কি শুভমন গিলের দলই বাজিমাত করবে?


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।