নয়াদিল্লি: হুয়ান ফেরান্দো (Juan Ferrando) দলের সঙ্গে মলদ্বীপ যাননি। তাঁর পরিবর্তে দলকে কোচিং করান ক্লিফোর্ড মিরান্ডা। নিয়মরক্ষার ম্যাচ ছিল। সেই কারণে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ খেলতে পাঠায় এক ঝাঁক তরুণ ফুটবলারদের। বিদেশিরাও নেই দলে। এই ম্যাচ জিতলেও এএফসি কাপের (AFC Cup) পরের পর্বে যাওয়ার সুযোগ ছিল না মোহনবাগানের (Mohun Bagan)। সেই কারণে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল তারা। বিদেশি-হীন সেই দল মাজিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল।


চলতি এএফসি কাপে গ্রুপ পর্বে এর আগে একটি ম্যাচও জিততে পারেনি মাজিয়া। সেই মাজিয়ার কাছেও হেরে গেল সবুজ-মেরুন শিবির। বিদেশিদের না পাঠানোয় এবং প্রথম দলের অনেকে চোটে থাকায় মূলত তরুণ ফুটবলারদের নামানো হয়েছিল সবুজ-মেরুন জার্সিতে। মলদ্বীপের মাঠে শুরু থেকেই সুবিধা করতে পারছিল না বাগান। তরুণ ফুটবলারদের উপর চাপ বাড়াতে শুরু করে মাজিয়া। প্রথম ২০ মিনিটে মাজিয়ার গোলে একটিও শট নিতে পারেনি বাগান। অথচ তার মধ্যে বাগানের গোলে সাতটি শট নেয় মাজিয়া।


এএফসি কাপে হারের হ্যাটট্রিক করে বসল মোহনবাগান। বসুন্ধরা কিংস, ওড়িশা এফসি-র পর মাজিয়ার কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন হতশ্রী ফুটবল খেলে ০-১ হারল মোহনবাগান।


প্রথমার্ধে ৩৯ মিনিটের মাথায় পরাস্ত হয় বাগানের রক্ষণ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করে মাজিয়াকে এগিয়ে দেন হাসান আহমেদ। প্রথমার্ধের বাকি সময়ে তেমন সুযোগ তৈরি হয়নি। পিছিয়ে থেকে বিরতিতে যায় বাগান। দ্বিতীয়ার্ধেও এক ছবি। শুরু থেকে চাপ বাড়ায় মাজিয়া। বার বার গোলের সুযোগ তৈরি করছিল তারা। ৫৭ মিনিটের মাথায় কোনও রকমে গোল বাঁচান সুমিত রাঠি। ৬৬ মিনিটে গোলের সহজতম সুযোগ নষ্ট করেন বালাবানোভিচ। গোলদাতা হাসানও একটি সুযোগ নষ্ট করেন। নইলে লজ্জা আরও বাড়ত বাগানের।


দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করার কয়েকটি চেষ্টা করে মোহনবাগান। প্রথমার্ধের থেকে ভাল খেলেন হামতে, সুহেলরা। কিন্তু গোল আসেনি। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে মাত্র দু’জন ফুটবলার ছিলেন। তাঁদেরও পরিবর্ত হিসাবে নামিয়ে দেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ০-১ গোলে ম্যাচ হারে বাগান। এই হারের ফলে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল মোহনবাগান। ৬টি ম্যাচের মধ্যে ২টি জিতল তারা। ৭ পয়েন্ট হল বাগানের। নিজেদের শেষ ম্যাচ জিতলেও গ্রুপে শেষেই থাকল মাজিয়া।


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।