বেঙ্গালুরু: ইংল্যান্ডের বিতর্কিত অল রাউন্ডার বেন স্টোকস এ বছরের আইপিএলে অবিশ্বাস্য দাম পেলেন। তাঁকে ১২.৫০ কোটি টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস। অথচ ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল নিলামের প্রথম দিন কোনও ক্লাবই পেলেন না।
টি২০-র অন্যতম সেরা ব্যাটসম্যান গেইল আগের সাতটি সিজনে যথেষ্ট ভাল দাম পেয়েছেন। কিন্তু এবার এখনও কোনও ক্লাব নেয়নি তাঁকে।
অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ককে ৯.৪০ কোটি টাকা দিয়ে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পঞ্জাব ৭.৬০ কোটি টাকা দিয়ে পেয়ে গেল রবিচন্দ্রন অশ্বিনকে।
গত নিলামে বেন স্টোকসকে রাইজিং পুনে সুপারজায়ান্টস কিনে নেয় সাড়ে চোদ্দ কোটি টাকা দিয়ে। টিমকে ফাইনালে নিয়ে যেতে তাঁর বড় অবদান ছিল। তাই এবারেও সাড়ে বারো কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নিল রাজস্থান। স্টোকসকে কিনতে মরিয়া ছিল কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। কিন্তু পুনে দলের অধিনায়ক স্টিভ স্মিথ তাঁকে চাওয়ায় পুনে তাঁকে রাখার চেষ্টা করে। শেষমেষ অবশ্য রাজস্থান রয়্যালস তুলে নেয় তাঁকে।
রাইট টু ম্যাচ কার্ড খেলে ৪ কোটি টাকায় অজিঙ্ক রাহানেকে রেখে দিল রাজস্থান।
বেন স্টোকস পেলেন সাড়ে বারো কোটি, দর পেলেনই না ক্রিস গেইল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2018 02:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -