নয়াদিল্লি: ঘোষিত হল এবারের আইপিএলের ক্রীড়াসূচি। তবে সমগ্র টুর্নামেন্টের নয়, সাময়িকভাবে প্রথম দুই সপ্তাহের ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই। প্রথম ১৭ ম্যাচের নির্ঘন্ট এদিন ঘোষণা হয়েছে। প্রথম ম্যাচ হবে চেন্নাইয়ে, ২৩ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপারকিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১২ তম আইপিএলে অন্যান্যবারের তুলনায় কিছুটা আগে শুরু হচ্ছে। সাধারণ নির্বাচনের জন্য টুর্নামেন্ট এগিয়ে আনা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ক্রীড়াসূচি প্রয়োজন অনুসারে সংশোধিত হবে। আইপিএলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, এই ক্রীড়াসূচি লোকসভা নির্বাচনের নির্ঘন্টের ওপর নির্ভর করছে। প্রথম দুই সপ্তাহের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে বিসিসিআই সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সেইসঙ্গে নির্বাচনের দিনক্ষণ অনুসারে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি তৈরি করা হবে। ক্রীড়াসূচি অনুযায়ী, ২৪ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওই দিনই মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। প্রথম দুই সপ্তাহে প্রত্যেকটি দল কমপক্ষে চারটি এবং দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচটি করে ম্যাচ করে ম্যাচ খেলবে। দিল্লি ও আরসিবি বাদে প্রত্যেক দলই কমপক্ষে দুটি হোম ও দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। দিল্লি ঘরের মাঠে তিনটি ম্যাচ ও আরসিবি সমসংখ্যক অ্যাওয়ে ম্যাচ খেলবে।
রবিবার দুটি করে ম্যাচ হবে। তবে ম্যাচ আগের মতো বিকেল চারটে ও রাত আটটা থেকে শুরু হবে কিনা, বা এতে কোনও পরিবর্তন হবে কিনা, তা বিসিসিআই স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ক্রীড়াসূচি March 23: CSK vs RCB (Chennai) March 24: KKR vs Sunrisers Hyderabad (Kolkata, Afternoon Mumbai Indians vs Delhi Capitals (Mumbai, Evening) March 25: Rajasthan Royals vs KXIP (Jaipur) March 26: Delhi Capitals vs CSK (Delhi) March 27: KKR vs KXIP (Kolkata) March 28: RCB vs MI (Bengaluru) March 29: Sunrisers vs Rajasthan Royals (Hyderabad) March 30: KXIP vs MI (Mohali, Afternoon) Delhi Capitals vs KKR (Delhi, Evening) March 31: Sunrisers Hyderabad vs RCB (Hyderabad, Afternoon) CSK vs Rajasthan Royals (Chennai, Evening) April 1: KXIP vs Delhi Capitals (Mohali) April 2: Rajasthan Royals vs RCB (Jaipur) April 3: MI vs CSK (Mumbai) April 4: Delhi Capitals vs Sunrisers Hyderabad (Delhi) April 5: RCB vs KKR (Bengaluru).