মুম্বই:  রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে ২০১৮ আইপিএলের ফাইনালে চলে গেল চেন্নাই সুপার কিংস। এদিন সানরাইজার্সের ১৩৯ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ধোনিবাহিনী।


এদিন মুম্বইতে টসে জিতে প্রথমে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শুরুতেই ধাক্কা খায় কেন উইলিয়ামসনের দল। প্রথম ওভারের প্রথম বলেই চাহরের বলে আউট হন শিখর ধবন। তিন নম্বরে নেমে কেন উইলিয়ামসন শুরুটা স্বভাবোচিত ঢঙে করলেও, তাকে বড় রানে পরিণত করতে ব্যর্থ হন। ১৫ বলে ২৪ রান করেন হায়দরাবাদ অধিনায়ক।


এদিন চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং হায়দরাবাদ ব্যাটসম্যানদের আটকে দেয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হাদরাবাদ দল। শেষের দিকে কার্লোস ব্রেথওয়েট (২৯ বলে ৪৩) না করলে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারত না সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রেথওয়েটই। এছাড়া ২৪ রান করেন ইউসুফ পাঠান।


অন্যদিকে, এদিন চেন্নাইয়ের সব বোলারই সফল। ডোয়েন ব্রাভো নেন ২টি উইকেট। চাহর, এনগিডি, শার্দুল ও জাডেজা নেন একটি করে উইকেট। চেন্নাই দলে একটি পরিবর্তন করা হয়। স্যাম বিলিংসের জায়গায় প্রথম এগারোয় ফেরেন শেন ওয়াটসন।


ইনিংস-বিরতির সময় অনেকেই মনে করেছিলেন সহজেই এই ম্যাচ পার করে যাবেন ধোনিরা। কিন্তু, হল তার উল্টোটা। অল্প রানেও যে শেষ পর্যন্ত লড়াই চালানো যেতে পারে, তা দেখাল সানরাইজার্স। তবে, এতে দর্শকদের কোনও অভিযোগ নেই। তাঁরা একটি রোমাঞ্চকর ম্যাচ এদিন উপভোগ করলেন।


সানরাইজার্সের রাখা টার্গেট তাড়া করতে নেমে বিপক্ষের মতো শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম ওভারে শুন্য রানে ফেরেন ওয়াটসন। তিন নম্বরে নামা সুরেশ রায়না শুরুটা ঝড়ের গতিতে করেন। পরপর তিনটি বাউন্ডারি মারেন। তবে, বেশিক্ষণ টেকেননি। ১৩ বলে ২২ রান করে আউট হন।


চেন্নাইয়ের মিডল-অর্ডারে প্রায় ধস নামে। এক এক করে ফিরে যান অম্বাতি রায়াডু (০), অধিনায়ক ধোনি (৯)। ব্যর্থ হন ডোয়েন ব্রাভো (৭) , রবীন্দ্র জাডেজা (৩)।


সেইসময় চেন্নাই শিবিরে তখন থরহরি কম্পমান। একমাত্র অন্যপ্রান্তে থেকে দলের সতীর্থদের আউট হওয়া দেখছেন ওপেনার ফাফ ডুপ্লেসি। একপ্রান্ত তিনি কার্যত আগলে রাখেন। তখনও চেন্নাইয়ের লোয়ার মিডল অর্ডারে ধস চলছে। ফিরে যাচ্ছেন চাহর (১০) ও হরভজন সিংহ (২)।


বিপক্ষ তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছে। কিন্তু, হাল ছাড়তে নারাজ ছিলেন ডুপ্লেসি। শার্দুল ঠাকুরকে নিয়ে বৈতরণী পার করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৭ রান (৪২ বলে) করে। শেষ দিকে, শার্দুল  (৫ বলে ১৫) নেমে চালিয়ে খেলে তাঁর চাপ কিছুটা হাল্কা করে দেন। এই নিয়ে সপ্তমবার আইপিএল ফাইনালে পৌঁছল সিএসকে।


টিম-


সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), শিখর ধবন, মণীষ পাণ্ডে, কার্লোস ব্রেথওয়েট, ইউসুফ পাঠান, শাকিব আস হাসান, শ্রীবৎস গোস্বামী, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, ভূবনেশ্বর কুমার ও সন্দীপ শর্মা।


চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), ফাফ ডুপ্লেসি, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, শেন ওয়াটসন, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, লুঙ্গি এনগিডি, হরভজন সিংহ, দীপক চহর ও শার্দুল ঠাকুর