নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ’১৫ এপ্রিলের পর পরিস্থিতি অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় সরকার। বিসিসিআই অলিম্পিক ক্রীড়ার সংস্থা নয়, এই সংস্থা ক্রিকেট নিয়ন্ত্রণ করে। তবে এখানে শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার প্রশ্ন নয়, নাগরিকদের সুরক্ষার বিষয়টিও রয়েছে। এই প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক থাকেন। তাই এই প্রতিযোগিতার সঙ্গে শুধু ক্রীড়া সংস্থা বা খেলোয়াড়রাই নন, দেশের সব নাগরিকই জড়িত।’
এর আগে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এবারের আইপিএল বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছিল। ক্রীড়ামন্ত্রকও এই পরিস্থিতিতে দেশের সব ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিসিসিআই অবশ্য এখনও আইপিএল বাতিল করেনি। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আইপিএল।
১৫ এপ্রিল কেন্দ্র নয়া নির্দেশিকা জারি করার পরেই আইপিএল-এর বিষয়ে সিদ্ধান্ত, জানালেন ক্রীড়ামন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2020 06:13 PM (IST)
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আইপিএল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -