কাল সপ্তম ফাইনাল ধোনির, মুম্বইকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পুণে
Web Desk, ABP Ananda | 20 May 2017 07:47 PM (IST)
হায়দরাবাদ: এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দুটি ম্যাচের পর কোয়ালিফায়ার ওয়ানেও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্ট। আগামীকাল ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে, দু বারের চ্যাম্পিয়ন মুম্বই এবারের আইপিএল-এ চতুর্থ মহারাষ্ট্র ডার্বি জিতে তৃতীয় খেতাব জয় করতে চাইছে। আগামীকাল আইপিএল-এ রেকর্ড সংখ্যক সপ্তম ফাইনালে খেলতে নামবেন পুণের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অভিজ্ঞতার উপর ভরসা করছেন স্মিথ। এছাড়া বেন স্টোকস, ইমরান তাহিরের মতো তারকারাও আছেন। গোটা দল ভাল খেলছে। তার ফলেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে পুণে। মুম্বইয়ের দলেও অবশ্য তারকার অভাব নেই। অধিনায়ক রোহিত শর্মা, কিয়েরন পোলার্ড, হরভজন সিংহ ও অম্বাতি রায়াডু ২০১৩ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। তাঁরা এবারও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে তৈরি। লেন্ডন সিমন্স, মিচেল ম্যাকক্লেনাঘান, নীতীশ রানা, লসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যরাও দলের ভরসা। ফলে জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।