GT vs MI Qualifier 2: পিছিয়ে গেল টস, বৃষ্টিতে কোয়ালিফায়ার টু ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?

IPL 2023: ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে ৭.৩০-এ। তার আগে টস সন্ধে ৭টায়। তবে বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছে টস। ম্যাচ নির্ধারিত সময়ে শুরুও করা যাবে না।

Continues below advertisement

আমদাবাদ: শুক্রবার দুপুর পর্যন্ত প্রবল দাবদাহ চলছিল আমদাবাদে। তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধে নামতেই নামল বৃষ্টি। ঢেকে ফেলা হল মাঠ। বিশেষ করে পিচ সংলগ্ন অংশ।

Continues below advertisement

শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের (IPL 2023) কোয়ালিফায়ার টুয়ে মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে ৭.৩০-এ। তার আগে টস সন্ধে ৭টায়। তবে বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছে টস। ম্যাচ নির্ধারিত সময়ে শুরুও করা যাবে না।

বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়? কারা যাবে ফাইনালে? আইপিএলের নিয়ম কী বলছে?

ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার টুয়ে যারা জিতবে, রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আর যদি বৃষ্টিতে কোয়ালিফায়ার টু ভেস্তে যায়? আইপিএলের নিয়ম বলছে, এক্ষেত্রে কপাল পুড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্সের। কেন?

নিয়ম বলছে, বৃষ্টিতে প্লে অফের কোনও ম্যাচ ২ ঘণ্টা পর্যন্ত পিছিয়ে যেতে পারে। ওভার সংখ্যা না কমিয়ে রাত ৯.৪০-এও শুরু হতে পারে ম্যাচ। দুই ইনিংসই ২০ ওভার করেই থাকবে। তবে অন্তত ৫ ওভার করে খেলা করার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ১১.৫৬-তে ম্যাচ শুরু করা যাবে। দুই ইনিংসের বিরতি থাকবে ১০ মিনিটের। কোনও স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে না। ১২.৫০ পর্যন্ত চলবে ম্যাচ। 

যদি কোয়ালিফায়ার ম্যাচের প্রথম ইনিংসের ২০ ওভার খেলা করা যায় এবং দ্বিতীয় ইনিংস ৫.১ ওভার হওয়ার পর বৃষ্টি নামে, তাহলে ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রযোজ্য হবে। 

প্লে অফে কোনও রিজার্ভ ডে নেই। সেক্ষেত্রে ৫ ওভার করে দুই ইনিংসের ম্যাচ করা না গেলে পরিস্থিতি অনুকূল হলে ১ ওভারের সুপার ওভার করা হবে। তাতে নির্ধারিত হবে ম্যাচের ফলাফল। ১২.৫০ শুরু করা যেতে পারে সেই সুপার ওভারের ম্যাচ। 

তবে সুপার ওভার করার মতোও পরিস্থিতি না থাকলে, আর ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে, দেখা হবে লিগ পর্বের ৭০ ম্যাচের শেষে কাদের পয়েন্ট বেশি। যাদের পয়েন্ট বেশি ছিল, তারাই ফাইনালে যাবে। অর্থাৎ, শুক্রবার এরকম পরিস্থিতি তৈরি হলে, ফাইনালে চলে যাবে গুজরাত টাইটান্স। যেহেতু তারা লিগ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছিল। ছিটকে যাবেন রোহিত শর্মারা। 

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের

Continues below advertisement
Sponsored Links by Taboola