আমদাবাদ : হার্দিক পাণ্ড্যর উত্তরসূরি হচ্ছেন শুভমন গিল (Subhman Gill) ? গুজরাত টাইটান্স কি তাদের পরবর্তী অধিনায়ক বেছে নিল তরুণ ভারতীয় ব্যাটারকে। ২০২২ আইপিএল চ্যাম্পিয়নদের প্রকাশ করা নতুন ভিডিও ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এমনিতেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহল এই মুহূর্তে তোলপাড় হচ্ছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) ঘিরে। একাধিক সূত্রের দাবি, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার।
হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরবেন কি না, এই প্রশ্ন যখন জোরাল, তখনই শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু'বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার।
আপাতত হার্দিকের মুম্বই যোগের জল্পনার মাঝেই তাই প্রবলভাবে সামনে উঠে এসেছে শুভমনের গুজরাতের অধিনায়কত্ব পাওয়ার জল্পনাও। তবে শুধুমাত্র শুভমনই নন, হার্দিক যদি শেষপর্যন্ত জল্পনা সত্যি করে গুজরাত ছাড়েন, তাহলে অধিনায়কের হটসিটে বসার দৌড়ে রয়েছেন আরও কয়েকজন। যাঁরা হলেও কেন উইলিয়ামসন, রশিদ খান ও মহম্মদ শামি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। অপরদিকে, টি ২০-তে রশিদ খান বরাবরই উজ্জ্বল নাম। জল্পনায় তুলনামূলক কম ভাসলেও রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া মহম্মদ শামির নামও। তবে প্রশ্নাতীতভাবে সম্ভাবনায় সবথেকে উজ্জ্বল নামটি শুভমনেরই। বলা ভাল, গুজরাতের ভিডিও তাঁর পরবর্তী অধিনায়ক হওয়ার ইঙ্গিত উসকে দিতেই সোশাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে প্রত্যাশার তুফান। ক্রিকেটভক্তরা অনেকেই ক্রমশ ব্যাট হাতে পোক্ত হয়ে ওঠা ভারতীয় ওপেনারকে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন বলেই জানান দিতে শুরু করেছেন।
আরও পড়ুন- ঈশ্বরণের দুরন্ত ১৪১, বড় ব্যবধানে বঢোদরাকে হারিয়ে বিজয় হাজারেতে টানা দ্বিতীয় জয় বাংলার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।