Best Laptop under 50000: একটু হাই-স্পেসিফিকেশন (High-End Specification Laptop) সমেত ল্যাপটপ কিনতে গেলে বাজেট কিছুটা উপরের দিকে থাকাই ভাল। এইসব ল্যাপটপে আপনি যেমন গ্রাফিক্সের অত্যাধুনিক কাজ করতে পারবেন, তেমনই খেলা যাবে হাই-এন্ড ভিডিও গেম। প্রসেসর হোক বা র্যাম কিংবা স্টোরেজ, হার্ডডিস্ক, গ্রাফিক্স কার্ড, মাদার বোর্ড- সব ক্ষেত্রেই উন্নত ফিচার থাকবে এইসব ল্যাপটপে (Laptops Under Rs 50,000)।
একঝলকে দেখে নেওয়া যাক ভারতের বাজারে ৫০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এমন কয়েকটি ল্যাপটপের স্পেসিফিকেশন
Asus Vivobook 16X (M1603)- এটি একটি উইন্ডোজ ১১ যুক্ত ল্যাপটপ। এখানে রয়েছে ১৬ ইঞ্চির ডিসপ্লে। সাধারণ কাজেও প্রতিদিন এই ল্যাপটপ ব্যবহার করা যাবে। আসুস ভিভোবুকের এই মডেলে রয়েছে একটি AMD Ryzen 5 ল্যাপটপ। ২০২২ সালের জুন মাসে ভারতে আসুস কোম্পানির এই ভিভোবুক ল্যাপটপ লঞ্চ হয়েছিল। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। আর রয়েছে 50Whr- এর একটি বায়টারি। আসুসের এই ভিভোবুক ল্যাপটপের ওজন ১.৮০ কেজি।
Lenovo IdeaPad Gaming 3- এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ হোম সাপোর্ট। লেনোভো সংস্থার এই ল্যাপটপে রয়েছে ১৫.৬০ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে আধুনিক ও উন্নত 10th Gen Intel Core i5 প্রসেসর। ২০২০ স্লাএর জুন মাসে এই ল্যাপটপ লঞ্চ হয়েছিল ভারতে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এইচডিডি প্লাস ১ টিবি এইচডিডি স্টোরেজ সাপোর্ট রয়েছে এই ল্যাপটপে। গেম খেলার জন্য এই ল্যাপটপ আদর্শ। হাই-এন্ড রেজোলিউশনের গেম খেলা যাবে এখানে। Nvidia GeForce গ্রাফিক্স কার্ড রয়েছে এই ডিভাইসে। এর ওজন ২.২০ কেজি।
Acer Aspire 5 (A515-56-5)- এসার সংস্থার এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১১- র সাপোর্ট। সেই সঙ্গে রয়েছে ১৫.৬০ ইঞ্চির ডিসপ্লে এবং এভরিডে উইজ ফর্ম ফ্যাক্টর। ২০২১ সালের অক্টোবর মাসে এসার সংস্থার এই ল্যাপটপ লঞ্চ হয়েছিল ভারতে। এখানে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি সাপোর্ট। এসারের এই ল্যাপটপে রয়েছে একটি 48Whr ব্যাটারি এবং এই ল্যাপটপের ওজন ১.৬০ কেজি।
Smartron T Book Flex T1224- এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ হোম- এর সাপোর্ট। ১২.৫০ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে ল্যাপটপে। এছাড়াও রয়েছে একটি 7th Gen Intel Core i5 প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি এসডিডি- র সাপোর্ট। এই ল্যাপটপে Intel Integrated HD Graphics- এর সাপোর্ট রয়েছে এবং ডিভাইসের ওজন ১.৩৮ কেজি।
Acer Aspire Vero (AV15-51)- এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১১- এর সাপোর্ট। এখানে রয়েছে ১৫.৬০ ইঞ্চির ডিসপ্লে। আর তার সঙ্গে যুক্ত রয়েছে Everyday Use ফর্ম ফ্যাক্টর। একটি 11th Gen Intel Core i5 প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। এসার সংস্থার এই ল্যাপটপ ভারতে লঞ্চ হয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি- র সাপোর্ট রয়েছে এই ল্যাপটপে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে IRIS Graphics- এর সাপোর্ট। তার সঙ্গে রয়েছে একটি 48Whr ব্যাটারি। এসার সংস্থার এই ল্যাপটপের ওজন ১.৮০ কেজি।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই দেখা যাবে 'প্রোফাইল ইনফো', নতুন ফিচারের আসলে অর্থ কী?