নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত সংক্রমণের কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ ফের শুরু হতে পারে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির  আয়োজন করা হতে পারে এবং ফাইনাল হবে অক্টোবরে। করোনাভাইরাসের কারণে বিসিসিআই এই টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছিল।


জানা গেছে, আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে। বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন। 


বোর্ডের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, স্থগিত হয়ে যাওয়া আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে ১৮ বা ১৯ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীনভাবে শুরু হবে। তিন সপ্তাহে ডবল হেডার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ফাইনাল ৯ বা ১০ অক্টোবর আয়োজিত হতে পারে। এই সিজনের বাকি ম্যাচগুলির আয়োজনের জন্য তিন সপ্তাহ সময় পর্যাপ্ত হবে বলেই মনে করা হচ্ছে। 


করোনা সংক্রমণজনিত কারণে মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল।  আইপিএলের ১৪ তম সিজন ফের আয়োজন করা না হলে বিসিসিআই-তে তিন হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্য টুর্নামেন্টের ১৪ তম মরশুম সম্পূর্ণ করতে আগ্রহী বিসিসিআই।  ভারতে বর্তমান করোনা পরিস্থিতির জন্য টুর্নামেন্টের আয়োজন সম্ভব নয়।   বিসিসিআই খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্টের ফের আয়োজনের ব্যাপারে অগ্রাধিকার দিয়েছিল। গত বছরের আইপিএলও সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজিত হয়েছিল। ওই টুর্নামেন্ট দারুণ সফল হয়েছিল। পুরো টুর্নামেন্টেই করোনাভাইরাস সংক্রমণের একটি ঘটনা ঘটেনি। 


উল্লেখ্য, আইপিএলের ১৪ তম সিজনের শুরু হয়েছিল ৯ এপ্রিল। কিন্তু ২৯ টি ম্যাচ খেলার পর বেশ কয়েকজন খেলোয়াড়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। আইপিএলের ১৪ তম সিজনের এখনও ৩১ টি ম্যাচ বাকি। গতবারের আইপিএল ভারতে আয়োজন নিয়ে জোর সংশয় তৈরি হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের কারনে ভারতে লকডাউন জারি হয়েছিল। এরফলে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতেই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে অগ্রাধিকার দিয়েছিল বোর্ড।