হায়দরাবাদ: আইপিলে (IPL) সাম্প্রতিক ব্যর্থতার ছবি পাল্টে ফেলতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সাফল্যের খোঁজে বদলে ফেলা হল কোচ। ছাোঁটাই হয়ে গেলেন কিংবদন্তি ব্রায়ান লারা। তাঁর পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ করা হল ড্যানিয়েল ভেত্তোরিকে (Daniel Vettori)।
যদিও আইপিএলে দারুণ কিছু রেকর্ড নেই ভেত্তোরির। কোচ হিসাবে এর আগে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্বে ছিলেন ভেত্তোরি। ট্রফির দেখা পায়নি। আপাতত অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের দায়িত্বে রয়েছেন তিনি।
কোচ বদলেছে আরসিবিও। তারা মাইক হেসন ও সঞ্জয় বাঙ্গারকে ছেড়ে দিয়ে লখনউ সুপার জায়ান্টসের অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে। এবার সানরাইজার্স হায়দরাবাদ তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করল। সানরাইজার্স হায়দরাবাদ ব্রায়ান লারাকে ছেড়ে দিয়ে তাঁর জায়গায় দলের হেড কোচ নিযুক্ত করল ড্যানিয়েল ভেত্তোরিকে।
সোমবার সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ক্যারিবিয়ান কিংবদন্তি লারাকে ছাঁটাই করার কথা জানিয়ে দেয়। ঠিক তার পরেই প্রাক্তন কিউয়ি তারকা ভেত্তোরিকে নতুন কোচ করার কথা ঘোষণা করে এসআরএইচ।
লারার সঙ্গে সানরাইজার্সের চুক্তি ছিল ২ বছরের। সেই চুক্তি শেষ হয় আইপিএল ২০২৩-এর পরেই। তা আর নবীকরণ করার পথে হাঁটেনি নিজামের শহরের দল। অন্যদিকে ভেত্তোরি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচ ছিলেন। তিনি আপাতত অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করছেন।
গত আইপিএলে দশ দলের মধ্যে সকলের তলানিতে ছিল হায়দরাবাদ। ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতেই তারা হেরে গিয়েছিল। মাত্র ৪ ম্যাচ জিতেছিলেন হ্যারি ব্রুক, এডেন মারক্রামরা।
আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial