কলকাতা: ১৩ ম্যাচের শেষে ১২ পয়েন্ট। আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নেট রান রেটেও অনেক পিছিয়ে কেকেআর। নাইটদের নেট রান রেট -০.২৫৬। প্লে অফে ওঠার জন্য অলৌকিক কিছু দরকার কেকেআরের। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে বড় ব্যবধানে হারাতেই হবে। তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে। আপাত দৃষ্টিতে মনে হবে, এত জটিল অঙ্ক পেরিয়ে কেকেআরের প্লে অফে ওঠা কঠিন। ভীষণই কঠিন।


কিন্তু কেকেআরের টিম মালিক শাহরুখ খানের সিনেমার সেই বিখ্যাত সংলাপ আছে না, জো নহী হো সকতা, ওহি তো করনা হ্যায়। নাইট ভক্তরাও নীরবে প্রার্থনা করছেন। মনে মনে ,বলছেন, পিকচার অভি বাকি হ্যায়...


কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?



  • দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও।

  • ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের ওপর কেকেআরের ভাগ্য নির্ভরশীল নয়।

  • ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকতে হবে।

  • চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস।

  • ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।

  • আরসিবির ১২ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেট + ০.১৬৬। বিরাট কোহলিদের ম্যাচ বাকি হায়দরাবাদ ও গুজরাতের বিরুদ্ধে। দুই ম্যাচেই আরসিবি হারলে কেকেআরের সুবিধা। সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেই পয়েন্টে এগিয়ে যাবে কেকেআর। আরসিবি একটি ম্যাচ জিতলেও, স্বল্প ব্যবধানে জিততে হবে এবং অন্য ম্যাচে হারতে হবে বিরাট ব্যবধানে।

  • ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। সঞ্জু স্যামসনদের রান রেট +০.১৪০। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারতে হবে রাজস্থানকে। তবে পাঞ্জাবের খুব বেশি বড় ব্যবধানে জেতা চলবে না। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে যাবেন শিখর ধবনরা।

  • ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাব কিংসের। শিখর ধবনদের ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লির কাছে বুধবার হারতে হবে পাঞ্জাবকে। শেষ ম্যাচে অল্প ব্যবধানে হারাতে হবে রাজস্থানকে।

  • সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে কেকেআরের প্লে অফ ভাগ্য নির্ধারণে দুই দলের ভূমিকাই গুরুত্বপূর্ণ। হায়দরাবাদকে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে। দিল্লি ক্যাপিটালসকে জিততে হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

  • সর্বোপরি, ২০ মে ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জিততে হবে কেকেআরকে। তবে নাইটরা শেষ করবেন ১৪ পয়েন্টে। কেকেআরের নেট রান রেট -০.২৫৬ ও সেক্ষেত্রে ভাল জায়গায় আসবে।


আরও পড়ুন: ধোনির অটোগ্রাফ পেয়ে আবেগঘন গাওস্কর, ভাগ করলেন অনুভূতি