নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে এবারের আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়ে সংশয় থাকলেও, এই প্রতিযোগিতা শুরু করার পক্ষে সওয়াল করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। তাঁর মতে, প্রয়োজনে তিনটি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার ছাড়াই খেলা হোক। কিন্তু খেলা শুরু করা জরুরি।
একটি ক্রীড়া বিষয়ক চ্যানেলে পিটারসেন বলেছেন, ‘জুলাই-অগাস্টে আইপিএল শুরু হোক। আমি বিশ্বাস করি, আইপিএল অবশ্যই শুরু হওয়া দরকার। আইপিএল-এর মাধ্যমেই ক্রিকেট মরসুম শুরু হোক। সারা বিশ্বের সব ক্রিকেটারই আইপিএল-এ খেলতে মরিয়া। ফ্র্যাঞ্চাইজিগুলির কিছু টাকা পাওয়া উচিত। তিনটি মাঠে খেলা হতে পারে। মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকা উচিত নয়। তিন-চার সপ্তাহ ধরে এই প্রতিযোগিতা চলুক।’
পিটারসেন আরও বলেছেন, ‘এমন তিনটি কেন্দ্র বেছে নেওয়া হোক, যে মাঠগুলি সুরক্ষিত। আমার মনে হয়, দর্শকদের এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া উচিত নয়। তাঁদের বোঝা উচিত, তাঁরা এই মুহূর্তে সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। কিন্তু খেলা তো দেখা যাবে।’
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় স্থগিত রাখা হয়েছে আইপিএল। এবারের মতো এই প্রতিযোগিতা শুরু হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আইপিএল শুরু হওয়ার বিষয়ে পিটারসনের সঙ্গে একমত সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, ‘যে মুহূর্তে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যাবে, তখনই আইপিএল শুরু হোক। আইপিএল শুধু মুম্বই ইন্ডিয়ান্স, (মহেন্দ্র সিংহ) ধোনি বা বিরাট কোহলির ব্যাপার না, এই প্রতিযোগিতার সঙ্গে আরও অনেক মানুষের রুজি-রোজগার জড়িত। ফলে আইপিএল শুরু হলে অর্থনীতি চাঙা হবে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হোক আইপিএল, খেলা শুরু হওয়া জরুরি, মত পিটারসেনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2020 10:44 AM (IST)
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় স্থগিত রাখা হয়েছে আইপিএল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -