হায়দরাবাদ: অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৭০ রান (৫৪ বল) ও ভুবনেশ্বর কুমারের বিধ্বংসী বোলিংয়ের দৌলতে ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৫ রানে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ।


এদিন টসে জিতে হোম টিমকে প্রথমে ব্যাট করতে পাঠান কিংস অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। হায়দরাবাদের শুরুটা ধীরে হয়। দুই ওপেনার ওয়ার্নার ও শিখর ধবন প্রথম পাঁচ ওভারে মাত্র ২৫ রান যোগ করেন।


পরের দিকে ওয়ার্নার ও নমন ওঝা (৩৪) ইনিংসে গতি আনেন। চতুর্থ উইকেটে ৬ ওভারে ৬০ রান যোগ করে এই জুটি। এদিন সাতটি টার ও ২টি ছ্ক্কা হাঁকান ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে হায়দরাবাদ। অন্যদিকে, পঞ্জাবের হয়ে দুটি করে উইকেট দখল করেন মোহিত শর্মা ও অক্ষর পটেল।


জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় পঞ্জাব। ভুবনেশ্বর কুমারের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার হাসিম আমলা। তৃতীয় ওভারেই দলের ১৬ রানের মাথায় আউট হন অধিনায়ক ম্যাক্সেওয়েল (১০)।


এই জায়গা থেকে দলের ইনিংস সামলানোর কাজে হাত লাগান মর্গ্যান ও মনন ভোরা। কিন্তু, মর্গ্যান আউট হতেই যেন তুরুপের তাসের মতো ধস নামে পঞ্জাবের ব্যাটিং লাইন আপে। এদিন পঞ্জাব বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেন পঞ্জাব ব্যাটসম্যানরা।


ব্যতিক্রমী অবশ্যই মনন ভোরা। ৫০ বলে ৯৫ রান করেন ভোরা। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টা চার ও ৫টি ছ্ক্কায়। কিন্তু, অপর প্রান্ত থেকে কোনও সহায়তা না মেলায় কার্যত ট্র্যাজিক হিরো হয়ে দলের ভরাডুবির সাক্ষী থাকতে হয় তাঁকে।


অন্যদিকে, এদিন হায়দরাবাদের বোলারদের মধ্যে বিধ্বংসী ফর্মে ছিলেন ভুবনেশ্বর কুমার। এদিন পাঁচ উইকেট দখল করেন তিনি। আফগান রশিদ খান নেন ২টি।