নয়াদিল্লি: আগামী বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসেই থাকুন মহেন্দ্র সিংহ ধোনি, চাইছে দল। আর তাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই মরসুমে রিটেনশন কার্ড ব্যবহার করা হচ্ছে।


কলকাতাকে হারিয়ে  চতুর্থবারের জন্য আইপিএলে ট্রফি গিয়েছে চেন্নাইয়ে ঘরে। শুক্রবার চতুর্দশ আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে দেয় সিএসকে। আর এরপরই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে অফিসিয়াল জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেনকে দলে রাখতে রিটেনশন কার্ড ব্যবহার করা হচ্ছে। আইপিএল ট্রফি চেন্নাই পাওার পরই দলে থাকা প্রসঙ্গে মুখ খোলেন মাহি। তার মন্তব্যের পরই চেন্নাই কর্তারা জানিয়েছেন, "কতকগুলি রিটেনশন কার্ড পাওয়া যাবে তা এখনও জানা নেই। তবে একটা কার্ড ব্যবহারের সুযোগ থাকলে তা ধোনির জন্যই ব্যবহার করা হবে। কারণ জাহাজ চালাতে ক্যাপ্টেনকে প্রয়োজন।''


আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত। যেখানে ধোনিকে দেখা যাবে মেন্টরেরে ভূমিকায়। বর্তমানে শুধুমাত্র আইপিএল খেলছেন তিনি। উল্লেখ্য, গতবারের আইপিএলে চোখে পড়ার মতোর সিএসকে-র পারফরম্যান্স ছিল না বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। সেই কালিমা ঘুচিয়েই এবার জয়ের হাসি হেসেছে চেন্নাই সুপার কিংস। অনেকেই ধরে নিয়েছিলেন অধিনায়ক হিসেবে সিএসকে-র জার্সিতে এটাই ধোনির শেষ ম্যাচ। সেই ভাবনা থেকেই ধারাভাষ্যকার হারশা ভোগলে বলেন, একটা নজির তৈরি করে যাচ্ছন ধোনি। তার উত্তরেই ধোনি জানান, "আমি এখনও আমার জায়গা ছাড়িনি।'' অর্থাৎ তিনি বুঝিয়ে দেন এখনই চেন্নাই সুপার কিংস থেকে এখনই অবসর নিচ্ছেন না। তিনি বলেন, "সবটাই নির্ভর করছে বিসিসিআই-এর উপর। আমাদের বুঝতে হবে সিএসকে-র কোনটা ভাল।'' যাতে ফ্যাঞ্চাইজির উপর কোনও প্রভাব না পড়ে তা দেখা দরকার বলে মন্তব্য মাহির। আগামী ১০ বছর কে আবদান রাখতে পারবেন সেদিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন বলে বলছেন মহেন্দ্র সিংহ ধোনি।