সঞ্চয়ন মিত্র, কলকাতা: লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালি হাওয়ার দাপটে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হবে। উপকূল এলাকায় বইবে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। লক্ষ্মীপুজোর দিন, বুধবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: উত্সবের মরসুমে আরও তীব্র জ্বালানির জ্বালা, ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বর্তমানে অন্ধ্র উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে পুজোর মরসুমে বৃষ্টির ভ্রুকুটি। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে লাগাতার বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু। নিখোঁজ বহু। হড়পা বান, ধসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কোট্টায়াম, পাথানামঠিট্টা, ইডুক্কি।দিল্লি থেকে উদ্ধারকার্যে পৌঁছচ্ছে এনডিআরএফের ১১টি দল।
আরও পড়ুন: '' অচিরে চরম মূল্য দিতে হবে বিজেপিকে '', ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি নেতার
আরও পড়ুন: বেগুন খেতের মধ্যে পড়ে প্রকাণ্ড গজরাজ, উত্তরবঙ্গে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য