মুম্বই: করোনা আবহে আইপিএলের ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্ন ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট হয়। আর সমস্ত প্রতিবন্ধকতা জয় করে এবারের আইপিএল টেলিভিশন ভিউয়ারশিপে নতুন রেকর্ড গড়ল।
সারা বিশ্ব জুড়েই যখন দুঃসংবাদের আবহাওয়া, ঠিক সেই সময়েই মানুষকে স্বস্তি দিয়েছে আইপিএল। আর তার প্রতিফলন মিলছে এই জাঁকজমকপূর্ণ ক্রিকেট লিগের ভিউয়ারশিপে। পরিসংখ্যান অনুযায়ী, ত্রয়োদশ আইপিএলে রেকর্ড ভিউয়ারশিপ হয়েছে। আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়া জানিয়েছে, গত বারের তুলনায় এবার আইপিএলের ভিউয়ারশিপ বেড়েছে ২৩ শতাংশ। যার মধ্যে ২৪ শতাংশ ভিউয়ারশিপ বেড়েছে মহিলা দর্শকদের। তার চেয়েও তাৎপর্যপূর্ণ, শিশুদের মধ্যেও ২০ শতাংশ ভিউয়ারশিপ বেড়েছে।
স্টার ইন্ডিয়া জানিয়েছে, গতবারের তুলনায় ৩১.৫৭ মিলিয়ন, অর্থাৎ ৩ কোটি ১৫ লক্ষ ৭০ হাজার বেশি মানুষ (অ্যাভারেজ ইম্প্রেশন) টিভিতে আইপিএল দেখেছেন। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইংরেজির পাশাপাশি হিন্দি, বাংলা, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় টুর্নামেন্টের সম্প্রচার হওয়ায় বেড়েছে ভিউয়ারশিপ।
স্টার ইন্ডিয়ার প্রধান সংযোগ গুপ্ত বলেছেন, ‘এবার সম্প্রচারে আমরা অনেক অভিনবত্ব দেখিয়েছিলাম। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডও সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট করে দারুণ কাজ করেছে।’
IPL 2020: এবারই টিভিতে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন আইপিএল, নতুন রেকর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2020 06:13 PM (IST)
সারা বিশ্ব জুড়েই যখন দুঃসংবাদের আবহাওয়া, ঠিক সেই সময়েই মানুষকে স্বস্তি দিয়েছে আইপিএল। আর তার প্রতিফলন মিলছে এই জাঁকজমকপূর্ণ ক্রিকেট লিগের ভিউয়ারশিপে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -