বিশ্বকাপে চার নম্বর ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে পারে ঋষভ পন্ত, বললেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2019 04:52 PM (IST)
নয়াদিল্লি: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে চার নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ওই পজিশনে অধিনায়ক বিরাট কোহলি কয়েকজনকে পরখ করেছেন। কিন্তু এরপরও জল্পনা শেষ হয়নি। ইংল্যান্ডগামী বিমানে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে কে বোর্ডিং পাস পাবেন, তা এখনও সুনিশ্চিত নয়।এই পরিস্থিতিতে আইপিএলে দিল্লি ক্যাপিটলসের পরামর্শদাতা ও হেড কোচ রিকি পন্টিং মনে করেন, এই প্রশ্নের উত্তর হতে পারেন ঋষভ পন্ত। কারণ, ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে এই ভূমিকা পালনের প্রয়োজনীয় টেপাম্পারামেন্ট ও প্রতিভা এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের মধ্যে রয়েছে। এ ব্যাপারে সৌরভ বলেছেন, গত আইপিএলে ঋষভ কেমন খেলছিল, তা মাথায় রাখতে হবে। একদিনের ক্রিকেটে ঋষভ কখনও এসেছে কখনও বাইরে গিয়েছে। কারণ, মহেন্দ্র সিংহ ধোনি রয়েছে। তাই এতে কোনও লাভ হয় না। ও ভবিষ্যতের খেলোয়াড়। আগামী ১০ বছরে ওর মধ্যে অনেক কিছু দেখা যাবে। ভারতীয় দলের একটা বড় সম্পদ হয়ে উঠবে ও। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সুরেই সুর মিলিয়ে প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং বলেছেন, আমি হলে ওকে ভারতীয় দলে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে নিতাম। কারণ, ও ওর প্রতিভা দিয়ে ম্যাচ জেতাতে পারে। আমরা চাই, ও আইপিএলে মনোসংযোগ করুক। এখানে যারা ভালো খেলবে, তারা বিশ্বকাপে ডাক পাবে। সৌরভ বলেছেন, চার নম্বর জায়গাটি আইপিএলের ওপর নির্ভর করছে। তিনি বলেছেন, অনেক বিকল্পই রয়েছে। কিন্তু আমি মনে করি, ওই পজিশনটির জন্য ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে আইপিএল সাহায্য করবে। আমি পূজারার কথা বলেছিলাম। কারণ, ও ভালো ফর্মে রয়েছে। আমি অধিনায়ক থাকার সময় রাহুল দ্রাবিড় এই ভূমিকাটা পালন করত। আর কোনও বিকল্প না থাকলেও ওকে পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। ঋষভ বা রায়ডুও বিকল্প হতে পারে।আমরা আমাদের মত জানাতে পারি। কিন্তু মনে হয়, কোহলি জানে যে এক্ষেত্রে কী হবে।