আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন আরিয়ান। তিনি জানিয়েছেন, ফ্রেঞ্চ আল্পসে বেড়াতে গিয়েছেন তিনি।
বাবা দীর্ঘদিন ধরে হিট ছবি না দিলে কী হবে, আরিয়ান কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপার ডুপার হিট। ইনস্টাগ্রামে ৯,৭৪০০০ ফলোয়ার রয়েছেন তাঁর। ছবি দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা তাঁর তুলনা করে ফেলেছেন নেটফ্লিক্সের নার্কোস: মেক্সিকো-র প্রধান চরিত্র ফেলিক্স গ্যালার্ডোর সঙ্গে।
শোনা যাচ্ছে, কর্ণ জোহর আরিয়ানকে বলিউডে আনতে চাইছেন, জাহ্নবী কপূরের বোন খুশি কপূরের বিপরীতে দেখা যেতে পারে তাঁকে। যদিও এ ব্যাপারে পাকাপাকি কিছু জানা যায়নি।