চেন্নাই: গোটা মরশুমে ব্যাট হাতে তাঁর দৌরাত্ম্য দেখা গিয়েছে। তবে শুক্রবার রাতে চিপকের ময়দান সাক্ষী থাকল বোলার অভিষেক শর্মার (Abhishek Sharma)। তাঁকে শেষ কবে তাঁর কোটার চার ওভার বল করতে দেখা গিয়েছে, তা খুঁজতে খানিক সময় লাগবে বটে। চেন্নাইয়ে শুক্রবার শুধু যে অভিষেক চার ওভার বল করলেন, তাই নয়, শাহবাজ আমেদের সঙ্গে মিলে আইপিএল কোয়ালিফায়ার ২-র মোড়ও ঘোরালেন।


আইপিএলের কোয়ালিফায়ার ২-এ (IPL Qualifier 2) ব্যাট হাতে মাত্র ১২ রান করেছিলেন তিনি। বল হাতে সঞ্জু স্যামসন এবং শিমরন হেটমায়ারের দুই মহামূল্যবান উইকেট নিলেন অভিষেক। ম্যাচ শেষে সানরাইজার্স তারকা জানান তিনি খুব বেশি বল না করলেও, মানসিকভাবে কিন্তু এই সুযোগের জন্য প্রস্তুতই ছিলেন। অভিষেক বলেন, 'সত্যি বলতে আমি এই ম্যাচে যে চার ওভার বল করব, সেই বিষয়ে আগে থেকে কোনও ধারণা ছিল না। তবে মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম। আমি বিগত দুই বছর ধরে ব্যাটিং তো ভাল করছিই, কিন্তু আমার বোলিংয়ে কাজ করার দরকার ছিল। বাবার সঙ্গে মিলে ঠিক সেটাই করি।'


 






অভিষেকের মতে দ্বিতীয় ইনিংসে কিন্তু পিচের চরিত্রে বদল ঘটে। 'আমরা যখন ব্যাট করছিলাম তখন কিন্তু উইকেটের গতিটা অনেক বেশি ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বল ঘুরতে শুরু করে। প্যাটি (প্যাট কামিন্স) স্পিনারদের খুব ভালভাবে ব্যবহার করেছে। আমি ওকে অনুশীলনে যত চাপে ফেলেছিলাম, তার পরিণামেই আজ হয়তো আমায় বল দিয়েছে ও। আমরা পাঞ্জাবের সঙ্গে সৈয়দ মুস্তাক আলি জিতেছিলাম। সেখান থেকেই ছন্দটা আসে। আমি প্রচুর খাটা খাটনি করেছি। এই দলের ম্যানেজমেন্ট আমি স্বাধীনতাকে দিয়েছে নিজের খেলা খেলার, নিজেকে মেলে ধরার। সেটাই করছি। আইপিএলের ফাইনাল খেলাটা আমার স্বপ্ন ছিল এবং সেটাই সত্যি হতে চলেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আগামী বছরও আইপিএলে খেলবেন ধোনি? বড় বয়ান সিএসকের সিইওর