কলকাতা: কলকাতা নাইট রাইডার্স শিবিরে আইপিএল অভিযানের ঢাকে কাঠি পড়ে গেল। শনিবার রাতে মুম্বই থেকে দুবাই পৌঁছে গেলেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের মতো এক ঝাঁক তারকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের একাধিক সদস্য। সেই সঙ্গে দলের সঙ্গে গিয়েছে নেট বোলারদের বড়সড় একটা দল। মরুদেশে পৌঁছনো ইস্তক দুবার করোনা পরীক্ষা হয়ে গিয়েছে সকলের। শাহরুখ খান-জুহি চাওলার দলের পক্ষে স্বস্তির খবর যে, সকলেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।


দুবাইয়ে কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শনিবার রাতে বিমানবন্দরেই সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন থেকে সকলের করোনা পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। সেই পরীক্ষায় সকলেরই ফল নেগেটিভ এসেছে। সেই সঙ্গে কোয়ারেন্টিন পর্বও শুরু হয়ে গিয়েছে। হোটেলে পৌঁছে প্রত্যেকে আলাদা আলাদা ঘরে রয়েছেন। এক সপ্তাহ নিভৃতবাসে থাকতে হবে সকলকে। তবে রবিবার ফের এক দফা করোনা পরীক্ষার জন্য প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।


রবিবার ছিল বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর জন্মদিন। দলের পক্ষ থেকে ছোটখাটো সেলিব্রেশন করা হয়। কেক কাটা হয়। কেকের রংয়েও ছিল নাইট শিবিরের জার্সির ছাপ। বেগুনি রংয়ের কেক কাটেন তামিলনাড়ুর স্পিনার। সেই সঙ্গে তাঁকে সাদা-বেগুনি বেলুনও দেওয়া হয়। নিভৃতবাসের কড়াকড়ি থাকায় অবশ্য ক্রিকেটারেরা সকলে মিলে উদযাপন করতে পারেননি।


শুভমন গিল দলের সঙ্গে দুবাই যাননি। ভারতীয় দলের সঙ্গে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। খেলেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তবে ইংল্যান্ডে ভারতীয় শিবিরে থাকাকালীনই তিনি চোট পান। তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। শুভমন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন করছেন। কেকেআর শিবির সূত্রে খবর, তিনি কার্যত ফিট। এই সপ্তাহেই তিনি সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে যাবেন।


সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো দলের অনেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামও সেখানে রয়েছেন। সেখান থেকেই সরাসরি তাঁরা মরুদেশে যাবেন। অধিনায়ক অইন মর্গ্যান-সহ ইংল্যান্ডের ক্রিকেটারেরাও পরে যোগ দেবেন। টিম সাউদি ও লকি ফার্গুসন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দেবেন।


আপাতত আইপিএলের বাকি অংশের জন্য ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।