নয়াদিল্লি: আর ঠিক এক সপ্তাহের অপেক্ষা। সপ্তাহখানেক পরেই শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্টের আগে সব ফ্র্যাঞ্চাইজিগুলিই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে একে দলে যোগ দিচ্ছেন তারকা ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটাররা তো আছেনই এই তালিকায় সামিল সদ্য ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটাররাও।


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই স্বপ্নের অভিষেক ঘটিয়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ফ্র্যাঞ্চাইজির অংশ। আজই আকাশ দীপ আরসিবি শিবিরে যোগদান করলেন। ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজির তরফে আকাশ দীপকে আগমনের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়, 'সাদা পোশাকে দুরন্ত অভিষেকের পর লাল এবং সোনালিতে নিজের জাদু দেখাতে প্রস্তুত। আমাদের আরসিবি শিবির আকাশের আগমনে আরও দীপ-আর হয়ে গেল।'


 






শুধু আকাশদীপ নন, আজই আরসিবি শিবিরে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা উইল জ্যাকস এবং রিস টপলিও। অপরদিকে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরের তরফেও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দলে যোগ দেওয়ার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। জাডেজার রাজকীয় আগমনের ছবির ক্যাপশনে লেখা হয়, 'রাজা (রবীন্দ্র জাডেজার নামের আদ্যাক্ষর) জেতার জন্য এখানে হাজির।'


 






গত বারের চ্যাম্পিয়ন সিএসকে প্রথাগত নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে। প্রতিপক্ষ আরসিবিই। একদিকে যেখানে এককভাবে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি হওয়ার লক্ষ্যে ষষ্ঠ খেতাব জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে চেন্নাইয়ের হলুদ ব্রিগেড। সেখানে আরসিবির লক্ষ্য নিজেদের প্রথম আইপিএল ট্রফি। গত মরশুমে আরসিবি লিগ তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করায় নক আউটে পৌঁছতে পারেনি। এবার কি তাঁরা পারবেন? সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বৃষ্টির জেরে বাতিল হবে না নক আউট ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ ডের ঘোষণা আইসিসির